মুক্তিযুদ্ধের বিজয় সমুন্নত রাখার শপথ নিয়ে লন্ডনে হৃদয়ে ৭১-এর বিজয় দিবস উদযাপন
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডনঃ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয় এবং এর মাহাত্ম্য সমুন্নত রাখার শপথ গ্রহণ করেছে গ্রেটবৃটেনেব বসবাসরত বাঙ্গালী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা তথা সর্বস্থরের ব্রিটিশ বাঙ্গালী কমিউনিটির সকলকে নিয়ে নবগঠিত সংগঠন ‘হৃদয়ে ৭১’। বাংলাদেশের মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় (পূর্বলন্ডনের) আলতাব আলী পার্ক শহীদ মিনারে সমবেত হন সংগঠনের সদস্যরা। জাতির পিতা, লাখো শহীদ এবং বীরাঙ্গনাদের স্মৃতিরপ্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আরও শপথ গ্রহণ করেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ সহ সকল অর্জন, গৌরব, প্রতিষ্ঠান ও ঐতিহ্যকে সংরক্ষন করতে সংগঠনের সদস্যরা সর্বদা সতর্ক ও নিয়োজিত থাকবেন। শপথ গ্রহণ পরিচালনা করেন এই প্ল্যাটফর্মের প্রধান সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। শীতের বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরনে শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পন করা হয়। অতঃপর আলোর অভিযাত্রার স্মারক হিসেবে প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আটজন মুক্তিযোদ্ধার উপস্থিতি। উপস্থিত সকলে তাঁদেরে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন।
দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মুজিবুল হক মনি ও শাহাব আহমদ বাচ্চুর পরিবেশনায় অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গান ও আবৃত্তি। সমবেত কন্ঠে গাওয়া এসব গানে নেতৃত্ব দেন রাজিয়া রহমান ও মুজিবুল হক মনি। আবৃত্তি পরিবেশন করেন মুনিরা পারভীন, স্মৃতি আজাদ, ফয়জুল ইসলাম ফয়েজনূর, নজরুল ইসলাম ওকিব ও মুর্শেদ উদ্দিন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থিত সকলে স্ব-উৎসাহে বারবার জয় বাংলা ধ্বনি তুলেন। পরস্পরের প্রতি কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।