মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু লেকচার সিরিজ আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কর্মসূচির অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’-এর আয়োজন করা হচ্ছে।সোমবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১ ডিসেম্বর) বিজয়ের মাসের প্রথম দিনে লেকচার সিরিজের প্রথম লেকচার অনুষ্ঠিত হবে।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পুরো সময় ধরে এ লেকচার সিরিজ অব্যাহত থাকবে। প্রতি মাসে কমপক্ষে একটি করে লেকচার অনুষ্ঠিত হবে। এই উদ্যোগ দেশের পাশাপাশি বাংলাদেশের বৈদেশিক মিশনের মাধ্যমেও অনুষ্ঠিত হবে।

You might also like