মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত বীর উত্তম এর মৃত্যুতে সচেতন নাগরিক কমিটির শোক প্রকাশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: হবিগঞ্জের কৃতিসন্তান মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম (সি.আর দত্ত) আর নেই।২৪ আগষ্ট ২০২০ ইং তারিখে আমেরিকার ফ্লোরিডার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় মৃত্যুবরন করেন তাঁর মৃত্যুর সংবাদে হবিগঞ্জের বিভিন্ন অঙ্গনের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন ও সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী এক শোকবার্তায় বলেন, মেজর জেনারেল (অবঃ) সি.আর দত্ত বীর উত্তম জাতির সূর্য সন্তান। মহান মুক্তিযুদ্ধের ৪নং সেক্টর কমান্ডার হিসেবে রনাঙ্গনে সম্মুখ সমরে লড়াই করে দেশকে পাকহানাদার শত্রু মুক্ত করেন।
বাংলাদেশের ইতিহাসে তাঁর নাম আজীবন স্বর্নাক্ষরে লেখা থাকবে।তিনি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি অপূরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোকাহত হয়েছি।তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।