যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা ফোরাম গঠিত
সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী
লন্ডন: যুক্তরাজ্যে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের এক পতাকা তলে একত্রিত করার লক্ষ্যে ২২ অক্টোবর শনিবার সেন্ট্রাল লন্ডনের একটি রেস্টুরেন্টে এক যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যেের বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধাদের এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে মুক্তিযোদ্ধাদের বিভাজনের পটভূমি, বিভিন্ন সময়ে একত্রিত করনের উদ্যোগ এবং অতি সাম্প্রতিক প্রচেষ্টা যার ফলশ্রুতিতে বর্তমান সভা সহ আগামীদিনের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বীর মুক্তযোদ্ধাবৃন্দ — আব্দুর রহমান, স্বাধীনতা পুরষ্কার বিজয়ী খলিল কাজী ওবিই, প্রকৌশলী মিফতা ইসলাম, আশরাফ উদ্দিন ভুঁইয়া, হারুনুর রশীদ, আমির খান, মোহাম্মদ এনামুল হক, আব্দুল মান্নান, আবু মুসা হাসান, নাজিম চৌধুরী, লোকমান হোসেন এবং শব্দ সৈনিক হিমাংশু গোস্বামী।
আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
সমাবেশে উপস্থিত হতে না পারায় সংহতি প্রকাশ করে ভিডিও এর মাধ্যমে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, শাহ এনাম এবং
একরামুল হক মিন্টু।
দীর্ঘ আলোচনার পর মুক্তিযোদ্ধাবৃন্দ এতদিনের পুঞ্জীভূত সব দূরত্ব ঘুচিয়ে এখন থেকে সকলে একীভূত হয়ে চলার অভিমত ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করা হয়।
(ক) এই যৌথ উদ্যোগ “যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা ফোরাম ” নামে অভিহিত হবে।
(খ) সৃষ্ট দূরত্ব দূরীকরন ও নৈকট্য প্রতিষ্ঠার জন্য আপাতত কোন কমিটি করা হবেনা। কার্যক্রম পরিচালিত হবে এডহক ভিত্তিক।
(গ) প্রত্যেক সভা পরবর্তী সভার তারিখ এবং সম্ভব হলে স্থান ও সময় নির্ধারন করবে।
(ঘ) সভয় উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে একজনকে সভার সভাপতি নির্বাচন করা হবে।
(ঙ) আসন্ন বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করা হবে।
(চ) পরবর্তী সভা অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আগামী ১২ নভেম্বর শনিবার বিকাল ৪ টায়।
(ছ) ইতোমধ্যে সমন্বয়কারী হিসেবে যোগাযোগের দায়িত্বে থাকবেন ফয়জুর রহমান খান, আব্দুর রহমান, লোকমান হোসেন, সৈয়দ গোলাম আলী, মিফতা ইসলাম, আশরাফ উদ্দিন ভুঁইয়া ও দেওয়ান গৌস সুলতান।
দেওয়ান গৌস সুলতান তাঁকে এই মহতি সভার সভাপতি নির্বাচন করায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর বাস্তবায়নের জন্য সকলের সর্বপ্রকার সাহায্য ও সহযোগিতা কামনা করেন। উপস্থিত সকলে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন এবং সুষ্ঠুভাবে সভা পরিচালনার জন্য সভাপতিকে ধন্যবাদ জানান।