লন্ডনে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের নির্বাহী সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী শ্রমিক ও অন্যান্য অভিবাসী মানুষের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের কার্যনির্বাহী সভা গত ২৯ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয়।শাহরিয়ার বিন আলীর সভাপতিত্বে এবং সুশান্ত দাস প্রশান্তর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবেদ আলী আবিদ,নিসার আহমেদ, নূরউদ্দিন আহমেদ,ওয়ালী রহমান,জাহানারা রহমান জলি,বাবলু খন্দকার,স্বরূপ শ্যাম চৌধুরী শিবু, জুবের আক্তার সোহেল,ইফতেখারুল হক পপলু, মুশফিক নূর মশ,ফরিদ রহমান,তানভীর ইলিয়াস প্রমুখ।সভায় ব্রিটেন সরকারের প্রস্তাবিত ‘Nationality and Borders Bill’ কে অসার এবং নিবর্তনমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়। প্রস্তাবিত এই বিলসহ immigration ব্যবস্হার অন্যান্য ক্রটি এবং বৈষম্যের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ এবং জনমত গঠনের প্রস্তাব গৃহীত হয়।এছাড়া বাংলাদেশের garments পন্যের ক্রেতা ব্রিটেনের বিভিন্ন ব্রান্ডের প্রতিষ্ঠানকে পোশাক উৎপাদনকারী শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা, উন্নত কর্ম পরিবেশ, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে বাধ্য করার জন্য ব্রিটেনের সাংসদ, ট্রেড ইউনিয়নসহ অন্যান্যদের সাথে আলোচনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সংগঠনের নিম্নবর্নিত উপদেষ্টা পরিষদের প্রস্তাব গৃহীত হয়:
ডা. আহমেদ জামান
ডা. রফিকুল হাসান খান জিন্নাহ
হাবিব রহমান
মাহমুদ এ রউফ
ডলি ইসলাম
মসুদ আহমেদ
ডা. মোখলেসুর রহমান মুকুল
সৈয়দ এনামুল ইসলাম
মোস্তফা ফারুক
আমিনুর রহমান খান
ড. আখতার সোবহান খান মসরুর
ডা. শাহেদা ইসলাম।
সভায় সংগঠনের নিম্ন বর্নিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়:
সভাপতি- শাহরিয়ার বিন আলী
সহ সভাপতি- ওয়ালী রহমান, জাহানারা রহমান জলি, ইফতেখারুল হক পপলু
সাধারণ সম্পাদক- সুশান্ত দাস প্রশান্ত
সহ সাধারণ সম্পাদক- মুশফিক নূর মশ, সেলিনা শফি
সাংগঠনিক সম্পাদক- মিজানুর রহমান খন্দকার বাবলু
কোষাধ্যক্ষ- আখতার চৌধুরী
আইন এবং ওয়েলফেয়ার সম্পাদক- পিয়া মায়েনিন
সাংস্কৃতিক সম্পাদক- জুবের আখতার সোহেল
গবেষণা-প্রশিক্ষণ সম্পাদক- ফরিদ রহমান
প্রচার ও প্রকাশনা সম্পাদক- সেলিম মাহমুদ
কার্য নির্বাহী সদস্য-
আবেদ আলী আবিদ
নিসার আহমেদ
নূরউদ্দিন আহমেদ
হারুনুর রশীদ
শাহাব আহমেদ বাচচু
মুক্তা ইদ্রিস
স্বরুপ শ্যাম চৌধুরী
এ কে এম চুন্নু
নুরুল ইসলাম
গোলাম আকবর মুক্তা
শামসুল আলম খান শাহীন
শিব শংকর সাহা
আমিনা আলী
সাইফুল ইসলাম খান।