লন্ডনে শিক্ষাবিদ প্রিন্সিপাল (অব:) সৈয়দ মুহাদ্দিস আহমদের সাথে এলাকাবাসীর মতবিনিময়
সৈয়দ হিলাল সাইফ
সত্যবাণী
লন্ডন: সৈয়দপুর লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের ডাইরেক্টর বৃন্দের আয়োজনে বিশিষ্ট শিক্ষাবিদ অব: প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমদের সাথে লন্ডনের মাইল্যান্ডের গ্রান্ড রাসই রেস্তোরাঁতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমদের এলাকার লন্ডনে বসবাসরত বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর লাইসিয়াম কিন্ডারগার্টেন স্কুলের প্রধান ডাইরেক্টর জিয়াউল ইসলাম সৈয়দ। সৈয়দপুর কিন্ডারগার্টেন স্কুলের অন্যতম ডাইরেক্টর সৈয়দ জাবের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ের শুরুতে
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ ফারুক আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ সভাপতি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর মোয়াজ্জেম হুসেন রনক ও জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দুল ওয়াদুদ শাকুর মল্লিক। বক্তব্য রাখেন ছড়াকার দিলু নাসের, কবি আহমদ ময়েজ, কবি মাশুক ইবনে আনিস, জামান সৈয়দ নাসের, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, রাজনৈতিক নেতা মোহাম্মদ তারিফ আহমদ, কমিউনিটি নেতা শেখ আবুন্নুর, ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, মোহাম্মদ শফিক মিয়া, মোহাম্মদ সাদিক কোরেশি, সৈয়দ জামিল আহমদ, সৈয়দ হুমায়ূন রশিদ, সৈয়দ ফরিদ আহমদ, সৈয়দ কামরান হোসেন, সৈয়দ শিব্বির, মোহাম্মদ মজনু মিয়া, সৈয়দ শিশু মিয়া, সৈয়দ ইয়ামিম হোসেন, হিরন কোরেশি, সৈয়দ শাহনেওয়াজ, সৈয়দ শরিফ আহমদ
সুজা উদ্দীন তালহা, সৈয়দ আমির হামজা, সৈয়দ সুবের আহমদ, সৈয়দ মারহান আহমদ, মোহাম্মদ গউস মিয়া, সৈয়দ সাদেক, মোহাম্মদ মস্তাকুজ্জামান খোকন, সৈয়দ সাহেদ আহমদ, মোহাম্মদ সাজিদুর রহমান, ওয়াহিদ মল্লিক, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ মুজাক্কির হোসেন ও প্রমুখ।