লাউয়াই পঞ্চায়েত কমিটির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট নগরির ২৯নং ওয়ার্ডের বৃহত্তর লাউয়াই পঞ্চায়েত কমিটির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত (৩ ফেব্রুয়ারি) শুক্রবার রাতে লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে গ্রামের ৫ পাড়ার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে এ সভার আয়োজন করা হয়।বর্ষীয়ান সমাজসেবী, বিশ্ব পর্যটক ও বিদেশী মুদ্রা সংগ্রাহক আলহাজ্ব বুরহান উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সঞ্চালনায় শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। রিপোর্টের উপর বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ লাউয়াই এসোসিয়েশন-এর কোষাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল লতিফ। আলোচনায় অংশ নেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব সাহার মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ সমাজসেবী এএসএম মাহবুবুল লতিফ, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ খসরু, ডা. মিফতাউল হোসেন সুইট, আলী আহমদ খান, রিজ্জাদ আহমদ, আতিকুর রহমান, আক্কাছ উদ্দিন আক্কাই, কামাল আহমেদ, নজমুল হোসেন খসরু, মতিউর রহমান মতি, রোটারিয়ান রাসেল মাহবুব, এডভোকেট মুমিনুর রহমান টিটু, রূপল মাহমুদ, রাজীব আহসান রিমন, আনোয়ার হোসেন, আব্দুল করিম, ইসমাইল হোসেন মুরাদ, মিজানুর রহমান, আব্দুল হাদী, শামীম আহমেদ, সুজাত মিয়া প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।

সভায় ব্যাপক আলোচনার পর উপস্থাপিত সাংগঠনিক রিপোর্ট গৃহিত হয়। পরে উপস্থিত এলাকাবাসীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গ্রামের ৫ পাড়ার বর্ষীয়ান ব্যক্তিত্বদের সমন্বয়ে লাউয়াই পঞ্চায়েত কমিটির ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি হয়। কমিটির সদস্যরা হলেন, আলহাজ্ব বুরহান উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, আলহাজ্ব সাহার মিয়া, আলহাজ্ব ইমাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, আব্দুল মান্নান মনাফ, সেলিম উদ্দিন, ইসরাইল আলী, গিয়াস উদ্দিন, ইলিয়াছ আলী, আব্দুর রউফ তুলা, আশরাফ আলী, অরিন্দম দাস হাবলু ও মোক্তাদির আলী। ১টি পদে পরে কো-অপ্টের মাধ্যমে পুরণ করা হবে।অপর এক প্রস্তাবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিনকে সভাপতি এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা শিগগির-ই প্রকাশ করা হবে।

You might also like