লিসবনে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লিসবন: লিসবনে বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুএ বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামাল-এর ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।বৃহস্পতিবার (০৫ আগষ্ট) লিসবনে বাংলাদেশ দূতাবাস গণমাধ্যমকর্মীদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। কভিড-১৯ অতিমারীর কারণে পর্তুগিজ সরকার কতৃক আরোপিত স্বাস্থ্যবিধি অনুষরণ করে দিনটি উদযাপন করা হয়।

সংক্ষিপ্ত আলোচনার পূর্বে রাষ্ট্রদূত তারিক আহসান মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের স্মৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় তিনি আরো বলেন শেখ কামাল ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ের প্রতি সোচ্চার আর নির্ভীক। তিনি ছয় দফা ও ১১ দফা আন্দোলন সহ ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে ছাএসমাজকে সুসংগঠিত করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ২৬ বছরের এ সংক্ষিপ্ত জীবনে বহুগুণের অধিকারী এ ব্যাক্তির অসমান্য অর্জন আমাদের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।সবশেষে শেখ কামাল এর উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং তিনি সহ তাঁর পরিবারের অন্যান্য সকল শহিদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে, দেশের অব্যাহত উন্নয়ন সমৃদ্ধির জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

You might also like