শাহ ফারুক আহমেদ-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন আমার কথা’র মোড়ক উন্মোচন
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন, ৭ মার্চ: মননশীল লেখক শাহ ফারুক আহমেদ-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন আমার কথা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সুধীজনরা ‘গ্রন্থখানা একটি প্রামান্য দলিল’ বলে মন্তব্য করেন।
গত ৬ মার্চ পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত লেখক শাহ ফারুক আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন আমার কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লন্ডনের বাঙালি কমিউনিটির বিপুল সংখ্যক সুধীজন, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাক্তিত্ব ও রাজনীতিক মো. হরমুজ আলী। সভা পরিচালনা করেন মোড়ক উন্মোচন পরিষদের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম সচিব মিজান রহমান ও সাংবাদিক আবদুল বাছির। মোড়ক উন্মোচন পরিষদের আহবায়ক মো. হরমুজ আলী উপস্থিত সুধীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাগত বক্তব্য প্রদানের পর সভা শুরু হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার জাহেদ চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. এম এ হান্নান, রাজনীতিক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, রাজনীতিক জালাল উদ্দীন। বিশেষ অতিথির মধ্যে আরো ছিলেন আব্দুল মুকিত ছোট মিয়া, শিক্ষাবিদ মোহাম্মদ আবু হোসেন, মানিক মিয়া, নুরুল হক লালা মিয়া, কাউন্সিলার ইকবাল হোসেন, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, মোহাম্মদ আব্দুল হাই, তৈমুছ আলী, মানবাধিকার নেতা আব্দুল আহাদ চৌধুরী, আহবাব হোসেন, সাবেক মেয়র গোলাম মর্তুজা, কমিউনিটি নেতা হেলাল আব্বাস, সিরাজ হক, এ মুকিত চুনু এমবিই, আজিজ চৌধুরী, নুরুল ইসলাম, ফয়জুল ইসলাম লস্কর, শিরাজ উদ্দীন আহমদ ফরহাদ, জামাল উদ্দীন আহমদ, মির্জা আছহাব বেগ, আনোয়ার চৌধুরী, কাউন্সিলার লিলু মিয়া, খালিস উদ্দীন আহমদ, মোস্তফা কামাল মিলন, জিএমজির পরিচালক এম মনির আহমদ, ওয়াদুদ মুকুল, আফজাল হোসেন, মেহের নিগার চৌধুরী, ইলিয়াছ মিয়া, গয়াছুর রহমান, যুবনেতা জামাল আহমদ খান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন চুন্নু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অধ্যাপক শাহ আকবর আলী। এরপর প্রধান আলোচক কবি হামিদ মোহাম্মদ গ্রন্থ সম্পর্কে বিষদ আলোচনা করেন। এছাড়া বিশেষ আলোচক সাংবাদিক সুজাত মনসুর লেখকের ভুয়সী প্রশংসা করেন। স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন পীর মুকুল মুসাদ্দিক।
বক্তারা বলেন, দেশে থাকতে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এদেশে এসেও তিনি আওয়ামীলীগ রাজনীতির সাথে যুক্ত আছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কমিউনিটির জীবন–সংগ্রামে তাঁর সম্পৃক্ততাকে আত্মজীবনীমূলক গ্রন্থে নির্মোহভাবে তুলে ধরেছেন।আলোচকদের আলোচনায় উঠে আসে গ্রন্থভুক্ত অনেক কৌতুহলোদ্দীপক তথ্য ও কাহিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে আহমদ ফকর কামাল, শাহ নুরুল আলম নাহিন, সাবেক মেয়র শহীদ আলী, রাজনীতিক আনসারুল হক, লুৎফুর রহমান ছায়াদ, আজম খান,কবি কায়সার জালাল, আজম আলী, নাজিম আহমদ চৌধুরী, আব্দুল মতিন, হাফেজ জিলু, আলতাফুর রহমান মোজহিদ, আমির হোসেন, ইমদাদুন নেছা খাতুন, মুজিবুল হক মনি, এম ওয়াদুদ শাহেল, মামুন চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, আলম হোসেন,নারীনেত্রীদের মধ্যে হোসনে আর মতিন, রাহেলা শেখ, মেহের নিগার চৌধুরী ও সেলিনা আক্তার জোছনা।
অনুষ্ঠানের সভাপতি মো. হরমুজ আলী ও প্রধান অতিথি স্পীকার জাহেদ চৌধুরী অতিথিদের নিয়ে ‘আমার জীবন আমার কথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বইটির পৃষ্ঠা সংখ্যা ৫২০। প্রকাশ করেছে ঢাকার ভুমিকা প্রকাশনী। প্রকাশকাল এপ্রিল ২০২৩।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে একটি সুশোভিত স্মারক সংকলন প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, শাহ ফারুক আহেমেদের ইতোপূর্বে কবিতার বই ‘অন্তরা’ এবং গদ্যগ্রন্থ ‘চিন্তার কথা ভাবনার কথা’ প্রকাশিত হলে সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করে। এবারে বের হলো তাঁর বিশাল আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবন আমার কথা’। উপস্থিত আলোচক ও পাঠকবৃন্দ গ্রন্থখানাকে একটি প্রামান্য দলিল বলে মন্তব্য করেন। শাহ ফারুক আহমেদ বাংলাদেশে এম এ এলএলবি পড়া সমাপ্ত করে আইন পেশায় নিযুক্ত হন। এরপর ১৯৮৫ সালে বিলাত আসেন এবং স্থায়ীভাবে লন্ডনে বসবাস ও শিক্ষকতা পেশা শেষে এখন অবসর জীবনযাপন করছেন।