শাহজালাল (রহ)’র মাজার জিয়ারত করে দোয়া চাইলেন আনোয়ারুজ্জামান

সত্যবাণী
সিলেট অফিসঃ দায়িত্ব গ্রহণের প্রাক্কালে হযরত শাহজালাল মজররদে ইয়ামেনী (রহ.)এর মাজার জিয়ারত করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
৭ নভেম্বর মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে হযরত হযরত শাহজালাল মজররদে ইয়ামেনী (রহ.)এর মাজারে পৌঁছান।
এ সময় তাঁর সাথে ছিলেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আ’লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, নগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তিসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। সিসিক’’র নবনির্বাচিত কাউন্সিলররাও মাজার জিয়ারত করেন। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের সাথে আলাপকালে আবারও সিলেটবাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী আমাকে তাদের মেয়র হিসেবে নির্বাচিত করে নগর ভবনে পাঠিয়েছেন। আজ আমি দায়িত্ব গ্রহণ করবো। মেয়র হিসেবে আমার যাত্রা শুরুর প্রাক্কালে আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।
তিনি বলেন, সিলেটকে একটি বাসযোগ্য নগরি হিসেবে গড়ে তোলা আমার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি সে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার সর্বশক্তি নিয়ে কাজ করবো। একাজে অতীতের মতো ভবিষ্যতেও আমি নগরবাসীর ভালোবাসা ও সহযোগিতা চাই। এই সহযোগিতা থেকে আমি বঞ্চিত হবোনা- এ আমার দৃঢ় বিশ্বাস।

You might also like