শিক্ষার্থীদের ছত্রভঙ্গ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ সচিবালয়ে প্রবেশকারী শতাধিক শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় মূল্যায়নের দাবিতে বিক্ষোভকারীরা আন্দোলন করছিল।পুলিশ ও সেনাসদস্যরা এ সময় তাদের সরে যেতে অনুরোধ করে। কথা না শুনে বিশৃঙ্খলা শুরু করায় তাদের ধাওয়া দেয় দুই বাহিনী।বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এর আগে দুপুর তিনটার দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শতাধিক শিক্ষার্থী। পরে তারা সেক্রেটারিয়েটের ছয় নম্বর ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’; ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ স্লোগানও দেয় তারা।এমন পরিস্থিতিতে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে স্লোগান বন্ধ ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা কথা না শোনায় শেষ পর্যন্ত তাদের ধাওয়া করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম৷ অথচ আমরা ভালো লিখেছি৷ আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় সচিবালয়ে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

You might also like