শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে :পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার স্বপক্ষের এই সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।বড়লেখা থেকে সংবাদদাতা জানান, শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে সুজিত মেম্বারের দোকানের সামনে থেকে পশ্চিম দ্বিতীয়ারদেহী বিকাশ দাসের বাড়ী পর্যন্ত রাস্তা, উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারতল চা বাগানের ১নং গেটের পাকা রাস্তা থেকে কুমারশাইল পানপুঞ্জির জেস খাসিয়ার বাড়ি পর্যন্ত, সুজানগর ইউনিয়নের সোনাপুর নিশারঞ্জনের বাড়ির সম্মুখের উত্তর পার্শ্ব থেকে পশ্চিম দিকে সোনাপুর কামরুল বক্সের বাড়ির শেষ সীমানা পর্যন্ত এবং নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম আরএইচডি-মাইগ্রাম পাকা রাস্তা হতে মাইজগ্রাম তজমুল আলীর জমি পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় বড়লেখার ইউএনও সুনজিত কুমার চন্দ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুত কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ১ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা।এদিকে, সন্ধ্যায় পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যক্তিগত অর্থায়নে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।জুড়ীর ইউএনও রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।

You might also like