সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সান্ডারল্যান্ডে সভা
সান্ডারল্যান্ড করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: সম্প্রতি সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড শহরে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা। প্রকাশ্যে অস্ত্র উচিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে গ্রামের ভাবমূর্তি বিনষ্ট করার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবীতে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
১৭ই আগস্ট, সোমবার সান্ডারল্যান্ড বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি সেন্টারের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালিদ মিয়া ওলিদ। জিয়াউল ইসলামের পরিচালনায় সভার শুরুতে সভাপতি জানান, গত ২রা আগস্ট-২০২০ সৈয়দপুর বাজারে সন্ত্রাসীদের অস্ত্রের মহরার খবর জাতীয় পত্রপত্রিকাসহ বিভিন্ন সোস্যাল মিডিয়াতে আসায় ঐতিহ্যবাহী সৈয়দপুরের সুনাম ক্ষুন্ন হয়েছে। সভার বক্তারা বলেন, সৈয়দপুর গ্রামের ঐতিহ্য ক্ষুন্ন করতে কোমলমতি যুবকদের হাতে অস্ত্র, হিরোইন ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য যারা তুলে দেন, সেইসব গডফাদারদের প্রতি আমাদের অজস্র ঘৃনা। এসব সন্ত্রাসী ও তাদের গডফাদারদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহবান জানান সমাবেশে উপস্থিত বক্তারা। তারা বলেন, ‘আমরা জানি বর্তমান সরকার সন্ত্রাস দমনে বদ্ধ পরিকর, আর তাই আমাদের গ্রামের এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে উচ্চমহলের দৃষ্টি আকর্ষন করছি’। সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে স্বারকলিপি প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। সভার ঘোষণায় বলা হয়, ‘সন্ত্রাসী যেই হোক, তাদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি আমরা’।
সমাবেশে বক্তব্য রাখেন, স্থানীয় বাংলাদেশী কমিউনিটি সেন্টারের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব শিকদার, সৈয়দ ময়নুল ইসলাম, জনাব শেখ সিদ্দিক আহমদ, সৈয়দ জিয়াউল বারি, সৈয়দ মঞ্জুরুল হক তালহা, সৈয়দ মাসুম, সৈয়দ জিয়াউল ইসলাম, মোঃ মকসুদ কোরেশী, সৈয়দ আতা মিয়া, সৈয়দ মুসাদ্দিক আহমেদ, সৈয়দ মুয়াজ্জিল আলী, সৈয়দ সাজনু মিয়া, সৈয়দ তুহেল আহমদ, মোঃ মস্তাক কোরেশী, সাবেক মেম্বার সৈয়দ ফখরুল ইসলামসহ আরও অনেকে।
সভায় বার্মিংহাম সৈয়দপুর শামসিয়া সমিতির পক্ষ থেকে ইচ্ছে থাকা সত্বেও উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ ও সিদ্ধান্তের প্রতি সম্মতি প্রকাশের চিঠি পড়ে শুনান সৈয়দ মঞ্জুরুল হক তালহা।
বিভিন্ন শহর থেকে যারা কোভিড-১৯
এর ক্রান্তিকালেও গভীর রাতের এই সমাবেশে সৈয়দপুরের ঐতিহ্য রক্ষায় দূরদূরান্ত হতে ছুটে এসেছেন, তাদের ভূয়াসী প্রশংসা করে সভার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সৈয়দপুরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আব্দুর রকিব শিকদারের দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ করা হয়।