সাংবাদিক ফিউরি খোন্দকার আর নেই
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকা: সিনিয়র সাংবাদিক ও ডেইলি অবজারভারের জয়েন্ট নিউজ এডিটর ফজলুর রহমান (ফিউরি খোন্দকার) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি একাধিকবার জাতীয় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি দৈনিক অবজারভারে কর্মরত ছিলেন।
ফজলুর রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেয়া হবে বলে জানা গেছে।