সাব্বাস আহবাব হোসেন!

 আ স ম মাসুম

 

রাজনীতির পথ কাঁটা বিছানো। কাঁটা বিছানো পথে স্বগৌরবে হেঁটেছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন।

২০১৮ সালে নির্বাচিত হয়েই বলেছিলেন আর কখনো নির্বাচন করবেন না, রাজনীতিতে কথা বদলায় এমন ধারনাকে মিথ্যা প্রমান করে তিনি ঠিকই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন , সুযোগ করে দিয়েছেন নতুন একজনকে।

বাংলাদেশে বংগবন্ধু’র আদর্শের রাজনীতি করেছেন তাই ব্রিটেনে এসে মূলধারার রাজনীতি করলেও মনে প্রানে সব সময় তিনি ধারন করেছেন বাংলাদেশ। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হয়েই তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নানা প্রসংশনীয় ও মনে রাখার মতো কাজ করে গেছেন ।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসাবে ২৪ মে ছিলো আহবাব হোসেনের শেষ দিন। তার ৫ দিন আগে বিদায় নিয়েছেন কিংবদন্তী লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। এই কিংবদন্তী লেখক মারা যাওয়ার পর ধর্মান্ধ কিছু মানুষ হামলে পড়ে আবদুল গাফফার চৌধুরীকে নিয়ে, জানাযা হওয়ার আগেই ধর্মীয় লেবাসধারী কেউ কেউ আবদুল গাফফার চৌধুরীর নামে অসত্য তথ্য দিয়ে প্রচারনা চালাতে থাকে। তারপরও হাজারো মানুষ এসেছিলেন কিংবদন্তীকে বিদায় দিতে।

বিদায় নেয়ার আগে আহবাব হোসেন সর্বশেষ অসাধারন কাজ করে গেছেন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফুল মিটিংয়ের শুরুতেই আহবাব হোসেন শোক প্রস্তাব আনেন। সেই শোক প্রস্তাবে ১ মিনিট দাঁড়াতে হয় আব্দুল গাফফার চৌধুরীর সম্মানে। কাউন্সিল মিটিংয়ের দর্শক সারিতে বসা ছিলেন সেইসব মানুষের কয়েকজন যারা আবদুল গাফফার চৌধুরীর বিষয়ে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ছিলেন, আহবাব হোসেন তাদেরকেও বাধ্য করেছেন দাঁড় হতে… এ যেনো শ্বাদ্বয়কে পদ, সাব্বাস আহবাব হোসেন…

আ স ম মাসুম: সাংবাদিক, ইউরোপ বুরো চীফ, বাংলাদেশ প্রতিদিন।

ছবিঃ কাউন্সিল মিটিংয়ে সাবেক স্পিকার আহবাব হোসেনের প্রস্তাবে আবদুল গাফফার চৌধুরীর স্মরনে ১ মিনিট নিরবতা

You might also like