সিটি কর্তৃপক্ষের বক্তব্যের প্রতিবাদে নগরির বিশিষ্টজনের বিবৃতি
সিলেট অফিস
সত্যবাণী
হোল্ডিং ট্যাক্স সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্যে হতাশা ব্যক্ত করেছেন নগরির বিশিষ্ট নাগরিকবৃন্দ।
গতকাল ১৪ মে মঙ্গলবার বিশিষ্টজনের স্বাক্ষরে দেয়া বিবৃতিতে বলা হয়, নগর কর্তৃপক্ষের সাম্প্রতিক বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সিটি মেয়রের বক্তব্যে এই নগরির নাগরিকরা চরম হতাশ ও বিক্ষুব্ধ হয়েছেন।
বিশিষ্টজনেরা বলেন, জনগণের দাবির প্রতি কর্ণপাত না করে সিটি কাউন্সিলের পূর্বের সিদ্ধান্তকেই বহাল রেখেছেন, যা কোনভাবেই নগরবাসির কাছে গ্রহণযোগ্য হতে পারে না।
‘হোল্ডিং ট্যাক্স নিয়ে সিটি কর্তৃপক্ষের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, রিভিউ বোর্ড বিষয়টি দেখবে, প্রয়োজনে মেয়রও দেখবেন’ মেয়রের এমন বক্তব্য শাঁক দিয়ে মাছ ঢাকার সামিল। শুধু তাই নয়, এটা জনগণের সাথে এক ধরণের প্রতারণাও বটে।
বিবৃতিদাতারা বলেন, নগরবাসির দাবির মুখে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদে নেয়া সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিলো। সেটি নতুন করে যাচাই-বাছাই ছাড়া আবারও জনগণের ঘাড়ে চাপিয়ে দেয়ার পাঁয়তারা চলছে। যা নগরবাসির জন্য অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, সিটি কাউন্সিলকে নগরবাসির আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সেখানে বর্তমান কাউন্সিল বৈঠক করার নামে জনগণের চাওয়া-পাওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অবিলম্বে হোল্ডিং ট্যাক্স-এর ব্যাপারে বর্তমান জরিপ স্থগিত রেখে পুণঃজরিপ করার দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল হক এ্যাডভোকেট, ৫নং ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জুবের খান, ১৮নং ওয়ার্ডের সাজুয়ান আহমদ, ১৯নং ওয়ার্ডের দিলওয়ার হোসেন, শফিকুল ইসলাম, তাহমিদ আহমদ, ১৬নং ওয়ার্ডের মো, দিলওয়ার হোসেন, ফয়জুল হাসান, ২৭নং ওয়ার্ডের নিজাম উদ্দিন ইরান, ইঞ্জিনিয়ার ইফতেখার খান, বিশিষ্ট মুরব্বী উস্তার আলী, ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদ, ইঞ্জিনিয়ার শাহজাহান আহমদ, সমাজসেবী আফজল আহমদ, ছালিক খান, আব্দুল হাই, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মতিন, মো. কামাল মিয়া, মখলিছুর রহমান বাবলু প্রমুখ।