সিলেটে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের জরুরি সভা

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, শীতকালে লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও গ্যাস খাতে দুর্নীতির সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট’র জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় নগরির একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধগতিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। জীবনরক্ষকারী ওষুধ ও শিক্ষা উপকরণের দামে জনগণ আজ চিড়ে চাপ্টা হয়ে যাচ্ছেন। গ্যাস আর বিদ্যুৎ দু’টিই সরাসরি মানুষের সাংসারিক জীবনের সাথে সম্পৃক্ত। অথচ নির্বিচারে এসবের মূল্য বাড়ানো হচ্ছে।

তারা বলেন, অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে হরিলুট, চুরির ক্ষতি দেখানো হচ্ছে সিস্টেম লস হিসেবে। নেই কাঙ্খিত সেবা, আছে গ্রাহক হয়রানী। বিদ্যুৎ বিলের সময় এক-এক বাড়ির মিটার রিডিং দেয়ার সুযোগ থাকলেও তা নেয়া হচ্ছে না। ভোক্তাদের বিল বাড়িয়ে গোজামিল করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোন পরিষ্কার তথ্য নেই।সভায় আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ৮ ফেব্রুয়ারি বুধবার দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওইদিন কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে বিকেল ৪টায় নগরির সিটি পয়েন্টের কামরান চত্বরে এক গণজমায়েতের কর্মসূচি নেয়া হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, রাজনীতিবিদ মহিউদ্দিন, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, এডভোকেট মামুনুর রশীদ, সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মোতওয়ালী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শীতাব, ইসমত ইবনে ইসহাক সানজিদ, সাংবাদিক শহিদ আহমদ খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না প্রমুখ।সভায় পরিষদের সদস্য, দক্ষিণ সুরমা যুব কল্যাণ পরিষদ সভাপতি কামাল আহমদের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।

You might also like