সিলেটে চলতি বছরের সর্বোচ্চ ৩৭.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
সিলেট অফিস
সত্যবাণী
সারাদেশের মতো সিলেটের উপর দিয়েও মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৬ মে বৃহস্পতিবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে রেকর্ড করা হয়েছে।
গত ৩ দিন ধরে ধারাবাহিকভাবে বাড়তে থাকা তাপমাত্রা বিকেল ৪টায় ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকে। এই তাপমাত্রা চলতি বছরে সিলেটে সর্ব্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটে রেকর্ডকৃত তাপমাত্রা ছিলো ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে তীব্র গরমে নগরির জিন্দাবাজারে এক যুবক মাথা ঘুরে পড়ে মৃত্যুবরণ করেছেন। মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এই যুবক মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে।
এ ব্যাপারে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী বলেন, আমরা খবর পেয়ে সিটি সেন্টারে গিয়ে ওই যুবককে পাইনি। পরে অনেক খোঁজাখুজি করেও তথ্য পাইনি।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই যুবককে আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে এসেছেন পরিবারের লোকেরা। পরিবারের সদস্যরা আমাদের শুধু বলেছেন, মাথা ঘুরে পড়ে গেছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, হাঁটা অবস্থায় কেউ পড়ে মারা গেলে তাকে হিট স্ট্রোক বলা যাবে না। ওই লোক মাথা ঘুরে পড়ে মারা গেছেন।