সিলেটে প্রখর রোদ ধীরলয়ে কমছে পানি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ শনিবার সকাল থেকে সিলেটের মেঘমুক্ত নীল আকাশ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোদের তাপ। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করেছে বন্যার পানি। দীর্ঘদিন পর সূর্য তাপ ছড়ানোয় সিলেটের বিভিন্ন এলাকার বন্যাকবলিত এবং নগরের বাসিন্দাদের মধ্যে অনেকটা স্বস্তি দেখা দিয়েছে।এর আগের কিছুদিন সিলেটে সকালে পরিস্কার সূর্যের দেখা পাওয়া যায়নি। দুপুরের দিক থেকে এক-আধটু তাপ ছড়িয়েছিল সূর্য। তবে শনিবার সকাল থেকে সূর্য বেশ তাপ ছড়িয়েছিল।শনিবার সকাল ৯টা পর্যন্ত সিলেটের দু’টি নদীর পানি ৪টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও পানি কমছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর পানি অমলশিদ, শেওলা পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর কোনো কোনো পয়েন্টে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সকাল ৯টার ব্যবধানে ০.২০ সেন্টিমিটার থেকে ০.০২ সেন্টিমিটার কমেছে। বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমছে, তবে খুবই ধীরগতিতে। আশা করা যাচ্ছে, আরও কয়েকদিন বৃষ্টি না হলে পানি আরও কমবে। সিলেটে আগামী ১০ দিনের মধ্যে বন্যার আগাম কোনো সতর্কতা নেই বলে সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে।

You might also like