সুইনডন বাংলাদেশ এসোসিয়েশন এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
এম এ আউয়াল
সত্যবাণী
সুইন্ডন থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডনের আয়োজনে ঐতিহাসিক ফারিংডন পার্কে নির্মিত স্থায়ী শহীদ মিনারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
প্রচণ্ড শীতকে উপেক্ষা করে মাতৃভাষার টানে কমিউনিটির সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্হিতিতে ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধা জানানো হয় ।
২৬ শে ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১ ঘটিকায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসোসিয়েশনের সহ-সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানুর চৌধুরী রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইন্ডন বারার মেয়র কাউন্সিলর আব্দুল আমিন। অনুষ্ঠানে শুরুতে সকল ভাষা শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি মজম্মিল আলী, সুইন্ডন সাউথ এর এম পি রবার্ট বাকলেনড, সাবেক ডেপুটি মেয়র অফ লন্ডন হাদি আলেকজানডার, ডেপুটি লেপ্টেনেন্ট আংগুস মাসপারসন, হাই সরীফ লেডী লানসডাউন, সুইন্ডন পেরিস কাউন্সিলের চেয়ারম্যান ক্রিস ওটাস, ডেপুটি পুলিশ ও ক্রাইম কমিশনার রাসেল হলানড, কাউন্সিলার ইমতিয়াজ শেখ, সুইন্ডন ইন্ডিয়ান কমিউনিটি লিডার প্রদিপ ভারদবাজ, নেপালি কমিউনিটি লিডার গেইয়ান গাগন, গোয়ান কমিউনিটি লিডার নেলসন, শারদ কমিটটির চেয়ারম্যান অরিন্দম রয় চৌধুরী ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সাহিত্যিক রুহুল আমিন সুমন, প্রতিভাবন তরুন কমিউনিটি নেতা মেহরান চৌধুরী, শিক্ষাবিদ সুমন দাস, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন রয়,একাউন্টেট সুমন রয়, সাবেক সহ সাধারণ সম্পাদক আমিরুল হক বাবলু, মহিলা সংগঠক মিসেস শেখ ও সামিয়া আহমেদ।
অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মকে বাংলা ভাষার প্রতি আকৃষ্ট করতে হবে । বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে সবাই মিলে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে ।
ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক সর্বজনীন উৎসবের দিন। একুশ আমাদের আত্মমর্যাদার, একুশের পথ ধরেই আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। মহান একুশের গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের প্রাণে অনুরণিত হয়। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য উদ্যমেী কিছু বাংলা প্রেমী কানাডা প্রবাসীরা উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীকালে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা হয়। যার ফলে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় । একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগায় ।
অনুষ্টান কবিতা আবৃত্তি করেন জনপ্রিয় আবৃত্তিকার মনি মালা একুশের চেতনায় অপরূপ নৃত্য পরিবেশন করেন দেবাঞ্জলি ।
গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী আশরাফ চৌধুরী ,চম্পা সাহা,
বিথী সাহা,কাকলী দাস, স্নেহা ঘোষ, মুশফিক সালেহীন সহ আরো অনেকে ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এম এ আউয়াল বাংলদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানকে সফল করতে অংশগ্রহণকারী উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
সংস্কৃতিক সংগঠন বাঙালিয়ানা সুইন্ডন এর সার্বিক পরিবেশনায় অনুষ্টিত অনুষ্টানের বিশেষ সহযোগিতায় ছিলেন ইয়াছমিন চৌধুরী মনি ।