সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ ছাত্রলীগের সাবেক নেতা আটক
শামীমআহমদতালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জথেকেঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৪ লাখ ভারতীয় রুপিসহ এক মুদ্রা পচারকারীকে আটক করা হয়েছে।আটককৃত হলো, মো. আক্তারুজামান আলাল।তিনি বিশ্বম্ভরপুর উপজেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।আটককৃত আক্তারুজামান আলাল বিশ^ম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সিলডুয়ার গ্রামের আবুল বাশার ওরফে বশরের ছেলে।
অভিযোগ রয়েছে তিনি জিগাতলা নামক স্থানে ফার্মেসীর ব্যবসার আড়ালে র্দীঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানীসহ বিভিন্ন দেশের মুদ্রা ভারতে পাচার করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাব-৯ এর সুনামগঞ্জের অধিনায়ক লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ এর নেতৃত্বে র্যাব সদস্যরা ধনপুর বাজারে ব্যারিকেড দেন।ওই বাজারে একটি আইসিটি সেন্টারের ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ্র্রাসহ আক্তারুজ্জামানকে গ্রেফতার করা হয়।এ সময় তার সঙ্গে থাকা আরেক পাচারকারী মো.রফিকুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়। রফিকুল ইসলাম একই গ্রামের মৃত. জুলফিকার আলীর ছেলে ও ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের আপন বড় ভাই বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জের অধিনায়ক লেঃ কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার সাথে মুদ্রা পাচারে আরো কেউ জড়িত কি-না জানতে এখন তাকে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।