সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,গত ২৪ঘন্টায় ১৭০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ-ছাতকের দোয়ারাজার উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের জালালপুর এলাকায় সাম্প্রতিক দ্বিতীয় দফা বন্যায় ব্রীজটি ভেঙ্গে যাওয়াতে চরম র্দূভোগে আছেন হাজারো মানুষ।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানিয়েছেন,জেলার ছাতকের সুরমা নদীর পয়েন্টের ১০ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা গতকাল পর্যন্ত ছিল বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপরে আজ সকাল ৯টা পর্যন্ত তা বেড়ে দাড়িঁয়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৭০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বন্যার সার্বিক অবস্থা পুরো জেলায় স্বাভাবিক বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুুবুর রহমান জালালপুরে বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া ব্রীজটি মেরামতে কাজ করা হবে এবং ইতিমধ্যে জেলায় বেশ কয়েকটি ব্রীজ কালভার্ডসহ প্রায় দুই হাজার কিলোঃ কাচাপাকা রাস্তা ভেঙ্গে প্রায় ১৫শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।