সেবক হয়ে মানুষের সেবা করতে চাই :এমপি মোকাব্বির
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সবাইকে সমানভাবে জনগণের প্রাপ্য ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দলের নেতাকর্মী হিসেবে বরাদ্দ দিলে নিজের সততা থাকবে না। তাই আমি নিজে কখনও তা করি না। আমি জনগণের সেবক হয়েই মানুষের সেবা করতে চাই, রাজা হয়ে নয়। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে না পারলে জনপ্রতিনিধি হয়ে কি লাভ? রাষ্ট্রের মালিক জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির প্রধান কাজ, তাদের প্রাপ্য কাঙ্খিত অধিকার বঞ্চিত করা নয়।১৫ এপ্রিল শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের মনোকুপা গ্রামে ‘মনোকুপা থেকে লালটেক জামে মসজিদ পর্যন্ত সড়ক’ পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।বিশিষ্ট মুরব্বি তোয়াহিদ আলীর সভাপতিত্বে ও যুব সংগঠক দিলোয়ার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, প্রবাসী কমিউনিটি নেতা রফিক মিয়া, সংগঠক খলিলুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন আলাউদ্দিন।সভা শেষে এলাকার কিছু গরীব-অসহায় পরিবারের মধ্যে ব্যক্তিগত পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোকাব্বির খান এমপি।