স্বাস্থ্য ক্ষেত্রে বৈষম্য মোকাবেলায় ৫ মিলিয়ন পাউন্ড গবেষণা তহবিল

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল এবং এর অংশীদাররা স্বাস্থ্য বৈষম্য মোকাবেলায় গবেষণা কার্যক্রমের জন্য ৫ মিলিয়ন পাউন্ডের একটি তহবিল লাভ করেছে।হেলথ ডিটারমিনেন্টস রিসার্চ কোলাবরেশন (এইচডিআরসি) অর্থাৎ স্বাস্থ্য নির্ধারক গবেষণা সহযোগিতার জন্য ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ এন্ড কেয়ার রিসার্চ (এনআইএইচআর) এই তহবিল প্রদান করেছে। এই তহবিল সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত কারণগুলি মোকাবেলা করতে স্থানীয় সম্প্রদায়ের সাথে কাজ করতে সাহায্য করবে যা মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে সক্ষম হবে।স্বাস্থ্য এবং স্বাস্থ্যখাতে বৈষম্যের পেছনের মূল নির্ধারক গুলো খুঁজে বের করা ও তা মোকাবেলায় স্থানীয় কর্তৃপক্ষকে জনস্বাস্থ্য নিয়ে গবেষণা করার ক্ষমতা ও সক্ষমতা প্রদান করার লক্ষ্যে যুক্তরাজ্য জুড়ে ১০টি অগ্রগামী এইডিআরসি প্রকল্পে বহু মিলিয়ন পাউ বিনিয়োগের ঘোষণা দিয়েছে এনআইএইচআর।

এই তহবিল কাউন্সিল, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলর ফর ভলান্টারি সার্ভিসেস (টিএইচসিভিএস), কুইন মেরিজ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন, লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটি এবং অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতাকে সমর্থন করবে, যার ফলে এই অংশীদাররা স্বাস্থ্য বৈষম্যের বৃহত্তর কারণগুলির উপর উদ্ভাবনী গবেষণায় নেতৃত্ব দিবে।এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান বলেন, আমাদের বাসিন্দাদের ভালো স্বাস্থ্যের বছরগুলো দেশের প্রায় যেকোন জায়গার তুলনায় অনেক কম এবং এটি পরিবর্তন করা দরকার। যদিও এটা আমরা জানি যে আমাদের কমিউনিটিগুলোর ক্ষেত্রে দারিদ্রতা, অত্যধিক ভিড়াক্রান্ত পরিবেশে বসবাস, এবং ডায়াবেটিস ও হৃদরোগের মত দুর্বল স্বাস্থ্য পরিস্থিতির মতো বিষয়গুলো দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি, তদুপরি আমাদের নীতিগত সিদ্ধান্ত গুলো কীভাবে বাস্তব—জীবনে পরিবর্তন আনতে পারে তা বোঝার জন্য আমাদের কমিউনিটির খুবই গভীরে গিয়ে গবেষণা করার প্রয়োজনীয়তা অপরিহার্য।তিনি বলেন, আমাদের উচ্চাক্সক্ষা হলো স্বাস্থ্যের বৈষম্যের কারণগুলি নিয়ে গবেষণার উপযুক্ত স্থান হিসেবে টাওয়ার হ্যামলেটসকে গড়ে তোলা। আমাদের কমিউনিটির প্রতিটি মানুষ যাতে দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সহায়তা করার জন্য গবেষণা পরিচালনায় এই তহবিল সাহায্য করবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের প্রধান নির্বাহী উইল টাকলি বলেন, টাওয়ার হ্যামলেটসে একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় জনগোষ্টি রয়েছে। কিন্তু আমাদের কিছু কমিউনিটি অস্বাভাবিকভাবে অসুস্থতা ও দুর্বল স্বাস্থ্যের দ্বারা প্রভাবিত। কোভিড-১৯ মহামারি কমিউনিটির দুর্বল স্বাস্থ্যের এই অবস্থার ওপর আলো ফেলেছে, তবে আমরা জানি যে এটা কেবল আইসবাগ বা হিমশৈলের চূড়া মাত্র।তিনি বলেন, আমরা একটি প্রতিযোগিতামূলক বিডিং প্রক্রিয়ায় সফল হতে পেরে আনন্দিত এবং স্বাস্থ্য সংক্রান্ত বৈষম্যগুলো মোকাবেলায় আমাদের কাজের ক্ষেত্রে আমরা অগ্রগণ্য কাউন্সিল গুলোর মধ্যে থাকতে সক্ষম হয়েছি। আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্য বৈষম্য মোকাবেলা করার বিষয়টি রয়েছে — তা যাতে আমরা নিশ্চিত করতে পারি, এই তহবিল আমাদেরকে তেমনি একটি উদ্ভাবনী গবেষণা অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।কুইন মেরিজ ইউনিভার্সিটির প্রফেসর অব হেলথ সার্ভিসেস, প্রফেসর ট্রেভর শেলডন বলেন, এই তহবিলটি একটি উদ্ভাবনী গবেষনা কর্মসূচিকে আরও সমৃদ্ধ করবে, যা পূর্ব লন্ডনে স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যতের জন্য কুইন মেরির নাগরিক প্রতিশ্রম্নতির সাথে খুবই স্পস্টভাবে কথা বলে। টাওয়ার হ্যামলেটস বারায় স্বাস্থ্য বৈষম্যের কারণগুলি বোঝার জন্য আরও গবেষণা অত্যাবশ্যক, কিন্তু তারচেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে এই বৈষম্যগুলো দূর করতে কার্যকর ভাবে হস্তক্ষেপ করা যায়, তা গবেষণা করে বের করা।উইমেন্স ইনক্লুসিভ টিমের প্রধান নির্বাহী, সাফিয়া জামা এমবিই বলেন, বারার একটি কমিউনিটি সংগঠনের নেতা হিসেবে আমি আনন্দিত যে টাওয়ার হ্যামলেটস্ এই তহবিল লাভ করেছে। এটা অত্যাবশ্যক যে আমাদের এইচডিআরসি আমাদের কমিউনিটির মধ্যে প্রোথিত রয়েছে। এই তহবিল আমাদের অনেক ছোট ছোট স্বেচ্ছাসেবী সংস্থাকে আরও গবেষণা কার্যক্রমে সক্রিয় করতে সাহায্য করবে বলে আমি মনে করি।

You might also like