স্মার্ট বাংলাদেশ গড়তে কবি-সাহিত্যিকদেরও সহযোগিতা চাই- প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
সিলেট অফিস 
সত্যবাণী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে কবি-সাহিত্যিক সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের দরবারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
১৩ জুলাই শনিবার সন্ধ্যায় ঢাকার খামারবাড়ির গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব আয়োজিত ১৬তম জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।
কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের জননন্দিত কবি শক্তিময় দাস। এছাড়া নাট্যজন আব্দুল আজিজসহ উপস্থিত ছিলেন আরো অনেক গুণীজন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে তথা বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন জানিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা কবি-সাহিত্যিক সবাই পাচ্ছি।

You might also like