লন্ডন হাই কমিশনের পাসপোর্ট এবং ভিসা সার্ভার চালু হয়েছে
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের পাসপোর্ট এবং ভিসা সার্ভার পুনরায় ইনস্টল করা হয়েছে এবং বর্তমানে তা সচল রয়েছে। ক্রিসমাস এবং বক্সিং ডে’র ছুটির পর ২৯ ডিসেম্বর, ২০২১ থেকে নিয়মিত কনস্যুলার সেবাগুলো পূর্বের মতোই প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর পাসপোর্ট, ভিসা ও এনভিআর-এর কাজে ব্যবহৃত সার্ভারটি যান্ত্রিক গোলযোগের কারণে হঠাৎ সম্পুর্ণভাবে অকার্যকর হয়ে পড়ার পর হাই কমিশন বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে ঢাকাস্থ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সার্ভার পুন:স্থাপনের পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে বিকল্প ব্যবস্থায় লন্ডন হাইকমিশনে গৃহীত সকল পাসপোর্ট, ভিসা ও এনভিআর-এর আবেদন ম্যানচেস্টার ও বার্মিংহাম সহকারী হাইকমিশন হতে প্রক্রিয়াকরণপূর্বক লন্ডনস্থ হাইকমিশন হতে ডেলিভারী প্রদান করার মাধ্যমে লন্ডন মিশনের কন্সুলার সেবা প্রদান অব্যাহত রাখে।