হাসপাতালের আইসোলেশন ইউনিটের জন্য ওয়াটার ফিল্টার দিলো হবিগঞ্জ সচেতন নাগরিক কমিটি
হবিগঞ্জ প্রতিনিধি
সত্যবাণী
হবিগঞ্জ থেকে: আইসোলেশন ইউনিটের রোগীদের জন্য সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ সিভিল সার্জনের কাছে বিশুদ্ধ খাবার পানির ওয়াটার ফিল্টার উপহার দিয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলা’র সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী উদ্যোগে আজ সোমবার বেলা ১:০০ টায় সিভিল সার্জন ডাঃ এ.কে.এম মোস্তাফিজুর রহমানের নিকট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রোগীদের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা হিসেবে ৪টি ওয়াটার ফিল্টার এবং লেবু উপহার দেওয়া হয়।
উক্ত সামগ্রী হস্তান্তরের সময় সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল, ডাঃ ওমর ফারুক, জেলা সচেতন নাগরিক কমিটির সদস্য মীর দুলাল, মোঃ সমরাজ মিয়া।
এসময় সিভিল সার্জন-এর নিকট সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী হবিগঞ্জ জেলা ও ৫টি উপজেলার সমন্বয়ে গঠিত বিশেষ স্বেচ্ছাসেবক টিমের একটি তালিকাসহ কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়।
উক্ত তালিকা ও দাবিসমূহ সিভিল সার্জন আন্তরিকতার সাথে গ্রহন করেন এবং সংগঠনের চলমান কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন।