হিসাবরক্ষণ কর্মকর্তা শাহ আবু তাহের কামালী আর নেই বিভিন্ন মহলের শোক
মতিয়ার চৌধুরী
সত্যবাণী
লন্ডনঃ জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া খাদিমবাড়ী নিবাসী শাহ আবু তাহের কামালী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ১১ আগষ্ট বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাহ আবু তাহের কামালী দীর্ঘদিন যাবত লিভার ক্যান্সারে জনিত রোগে ভূগছিলেন। ১২ আগষ্ট শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়ী জগন্নাথপুরের শাহারপাড়া গ্রামে হযরত শাহ কামাল(রঃ) দরগা মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে। তিনি জগন্নাথপুর ও জামালগঞ্জ উপজেলার সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে অবসর নেন। এর আগে তিনি সিলেটের গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও হবিগঞ্জ জেলার সদর উপজেলায় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি এককন্যা, স্ত্রী, তিন ভাই ও চার বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লন্ডনে বসবাসরত মরহুমের ছোট শাহ আতিকুল হক কামালী পরিবারের পক্ষ থেকে তার ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন। জনাব আবু তাহের কামালীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউকে বাংলা রিপোটার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ শাহেদ রহমান, শাহারপাড়া যুবকল্যাণ সমিতির সাবেক প্রেসিডেণ্ট শেখ খালিক ও পলাশ সেবা ট্রাষ্টের পক্ষ থেকে বিশিষ্ট কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ প্রমুখ। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।