৪ দফা দাবিতে সিলেটে জাসদের লিফলেট বিতরণ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ আগামী ৩১ অক্টোবর জাসদের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার জাসদ সিলেট জেলা ও নগর শাখার পক্ষ থেকে ‘খাদ্য, জ্বালানি, সার ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দুর্নীতি-লুটপাট-আমলাতন্ত্র-গুন্ডাতন্ত্র রুখোঃ সুশাসন কায়েম করো’ উপরোক্ত দাবিসহ ৪দফা দাবিতে সিলেটে লিফলেট বিতরণ করা হয়েছে। সন্ধ্যায় জাসদ নেতৃবৃন্দ নগরির বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে লিফলেট বিতরণ করেন।অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, জঙ্গিবাদী-তালেবানি রাজনীতি ও সংস্কৃতি রুখোঃ স্বাধীনতা বিরোধীদের অস্বাভাবিক সরকার কায়েমের ষড়যন্ত্র ঠেকাও, সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পূর্নজাগরণ সংগঠিত করো, শোষণ-বঞ্চনা বৈষম্যের অবসান করোঃ সমাজতন্ত্রের পথ ধরো।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ জেলা সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী, নগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী, জাসদ নেতা মহিউদ্দিন আহমেদ, নগর সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন, দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী, জাসদ নেতা সজল কান্তি চন্দ প্রমুখ।