৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ নবীগঞ্জে মোট ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
সিলেট অফিস
সত্যবাণী
৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এই ধাপের নির্বাচনে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনের ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৯ জন প্রার্থী। ২১ এপ্রিল রোববার তারা মনোনয়নপত্র দাখিল করেছেন।
নবীগঞ্জ থেকে সংবাদদাতা জানান, উপজেলা নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক একেএম নূরউদ্দিন চৌধুরী বুলবুল ও সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা সভাপতি মো. ইমদাদুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মজিবুর রহমান চৌধুরী শেফু ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আবুল খায়ের,কাতার প্রবাসী শেখ মোহাম্মদ কামাল ও মোস্তাকিম আহমেদ।
অপরদিকে, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম ইয়াছিনী, ছাত্রলীগ নেতা আলমগীর আহমেদ চৌধুরী সালমান, কৃষকলীগ নেতা হেলাল চৌধুরী, যুক্তরাজ্য আ’লীগ নেতা মোঃ অনর উদ্দিন জাহিদ, রুবেল আল মামুন তালুকদার ও মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম এবং মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। বাছাইপর্ব আগামী ২৩ এপ্রিল। প্রত্যাহার ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে। নবীগঞ্জে মোট ভোটার ২ লাখ ৮২ হাজার ৭শ’ ১৪।