৭ প্রবাসী বিনিয়োগকারীকে বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন: বাংলাদেশে ৭ জন যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে প্রেরণ এবং প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নভাবে নির্যাতনের প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সহযোগিতায় গত ২রা অক্টোবর রবিবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ উডহাম কমিউনিটি হলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন -গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপারসন ব্যারিষ্টার আতাউর রহমান ,সাপ্তাহিক বাংলা পোষ্টের অনারারী চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান ,সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম ওহিদ আহমদ ,কাউন্সিলার ওসমান গনি ,কাউন্সিলার জাহেদ চৌধুরী ,বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী ও সেক্রেটারী খোন্দকার সাইদুজ্জামান সুমন,হবিগন্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ ,জিএসসি সাউথ ইষ্ট রিজিয়নের সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী ,কমিউনিটি নেতা হাজী হাবিব ,ভয়েস ফর জাস্টিসের নেতা মো: আফসর মিয়া ছুটু ,আমীর উদ্দিন আহমদ মাষ্টার ,মাওলানা রফিক আহমদ ,হাজী ফারুক মিয়া ,সাংবাদিক সৈয়দ জহুরুল হক ,ইন্জিনিয়ার আবুল হোসেন প্রমুখ ।
সভায় বক্তারা ,মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ৭ জন বৃটিশ বাংলাদেশীদের জেলে প্রেরণ ও হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।তারা বলেন ,যারা এই মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করেছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে ।
বক্তারা আরো বলেন যে – প্রবাসী বাংলাদেশীদের উপর জুলুম নির্যাতন বেড়েই চলছে ।প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র দেওয়া হচ্ছেনা ।বাংলাদেশের ভোটের তালিকায় নাম নেই ।বাংলাদেশ হাই কমিশনে ,বিমান বন্দরে ,জায়গা সম্পত্তি দখল করে নির্যাতন করা হচ্ছে । ঘুষ ছাড়া কোন কাজ করানো যায় না ।সিলেটে বৃটিশ পাসপোর্ট ধারীদের পোর্ট ভিসা না দিয়ে হয়রানী করা হচ্ছে ।পাসপোর্টে পুলিশ ভেরিফিকশনের নামে অত্যধিক ঘুষ পুলিশ দাবী করছে ।দেশে প্রবাসীরা সুবিচার পাচ্ছেন না ।সবাই প্রবাসীদের লুটে পুটে সব কিছু আত্মসাৎ করতে চায় ।
বক্তারা – এসব সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ।যদি বাংলাদেশে প্রবাসী নির্যাতন অব্যাহত থাকে তাহলে প্রবাসে মন্ত্রী এমপিদের বয়কট ও বাংলাদেশ হাই কমিশন সহ সরকারী সকল সংস্হাকে বয়কট করার আহ্বান জানানো হবে ।

You might also like