জগন্নাথপুরে করোনায় আক্রান্ত আরো-১
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে আরেকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা। ৩০ মে এ রোগীর নমুনা সংগ্রহ করা হয়। পরে তিনি করোনা রোগী হিসেবে সনাক্ত হওয়ার পর রাখা হয় কোয়ারেন্টাইনে। এ ঘটনায় তাঁর পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে ও প্রতিবেশি ৩ বাড়িকে করা হয়েছে লকডাউন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর নিশ্চিত করেছেন। এ নিয়ে জগন্নাথপুরে ১০ জন আক্রান্ত হলেও ৬ জন সুস্থ্য বাড়ি ফিরেছেন।