অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান’র মৃত্যুতে মানবসেবা হবিগঞ্জ এর শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জ: বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি,সাবেক মন্ত্রী, সাংসদ অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমীর সভাপতি শামসুজ্জামান খান’র মৃত্যুতে মানবসেবা সামাজিক সংগঠন, হবিগঞ্জ এর উপদেষ্টামন্ডলীর সদস্য ও লিগ্যাল প্যানেল মেম্বার অ্যাডভোকেট ফয়জুল বশীর চৌধুরী সুজন, সভাপতি ফরহাদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক মৃদুল কান্তি রায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর সদস্য, সাবেক সফল আইন মন্ত্রী, বার বার নির্বাচিত সাংসদ জননেতা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি, সাবেক মহাপরিচালক, লেখক, গবেষক ও বিশিষ্ট ফোকলোরবিদ শামসুজ্জামান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। মরহুম-দ্বয়ের মৃত্যুতে দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে বলে জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ- সদ্য প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং শামসুজ্জামান খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য যে, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।