আনন্দধারা’র নজরুল উৎসব: হলভর্তি দর্শক শ্রোতার বিরল সঙ্গীত উপভোগ

সাম্যবাদী কবি নজরুল নিজ জীবনেও ছিলেন এই আদর্শের পুজারি

হামিদ মোহাম্মদ
অতিথি করেসপন্ডেন্ট, সত্যবাণী

লন্ডন, ২৭ মে: বিলাতের সনামধন্য সঙ্গীত প্রতিষ্ঠানআনন্দধারাগত ২৬ মে বিকালে বিলাতে আয়োজন করে নজরুল উৎসব অনুষ্ঠান। পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে আয়োজিত উৎসবে সূচনা পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষবিদ . সেলিম জাহান। তিনি তার প্রদত্ত বক্তব্যে কবি নজরুলের বিখ্যাতমানুষ কবিতার সারমর্ম ব্যাখ্যা করে বলেন, কবি নজরুল ছিলেন বিশ্বমাত্রিক একজন মানবতাবাদী কবি। শ্রেণী বৈষম্য বিরোধী সাম্যবাদী কবি নজরুল নিজ জীবনেও এই আদর্শের পুজারি ছিলেন।  

উৎসবে একাধিক নজরুল সঙ্গীত পরিবেশন করেন বিশ্বমাত্রিক সঙ্গীত শিল্পী চন্দ্রা চক্রবর্তী। একক গান পরিবেশন পর্যায়ে বিলাতের গুণী শিল্পী লুসি রহমান অর্ধডজন নজরুলের বিভিন্ন ধারার গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া নজরুলের জনপ্রিয় দুটি গান গেয়ে শোনান কণ্ঠশিল্পী অমিত দে।

এর আগে কবি নজরুলের বেশ কয়েকটি গানে সমবেত পরিবেশনায় অংশ নেন আনন্দধারার ক্ষুদে শিল্পী প্রতিষ্ঠানের মূল শিল্পীবৃন্দ। গানের সাথে নৃত্য পরিবেশন করেন কান্তা তাজরীন। মুগ্ধ দর্শক শ্রোতাদের প্রবল করতালিতে হলে তখন আনন্দ বয়ে যায়। এরপর পরিবেশিত হয় আবৃত্তি পর্ব।আবৃত্তিতে অংশ নেন বিলাতের জনপ্রিয় আবৃত্তিশিল্পী উদয় শঙ্কর দাশ, সমর দাস নুসরাত জাহান তানিয়া। কবি নজরুলের বিখ্যাতবিদ্রোহী ‘নম নম বাংলাদেশ মম কবিতার মিশ্রিত বিনির্মাণে আবৃত্তির সাথে অনবদ্য নৃত্য পরিবেশন করেন আর্তিকা চৌধুরী  মনিরুল ইসলাম মুকুল। আবৃত্তি ও নৃত্যে দর্শক শ্রোতা মুগ্ধ হয়ে বার বার করতালি দিয়ে উচ্ছসিত হয়ে ওঠেন।

নজরুল উৎসব আয়োজনে বহুমাত্রিকতা প্রদানকারি মানুষটি আনন্দধারার কর্ণধার . ইমতিয়াজ আহমদ। বর্ণাঢ্য আকর্ষণীয় মুগ্ধকরা অনুষ্ঠানটিকে জমিয়ে রাখেন তার অনবদ্য উপস্থাপনাশৈলীর মধ্য দিয়ে। হলভর্তি দর্শক শ্রোতার মধ্যে বিপুলসংখ্যক বসার জায়গা নাপেয়ে দীর্ঘ তিন ঘন্টা দাঁড়িয়ে সঙ্গীত উপভোগ করেন। দৃশ্য বিলাতে খুব বেশি হয় না, বলতে গেলে বিরল।

You might also like