আয়োজন পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা লোকমান হোসেইন, সদস্য সচিব জামাল খান: এবছর প্রভাতফেরী ২৫ ফেব্রুয়ারি

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী 

লন্ডন: একুশের প্রভাতফেরী আয়োজন পরিষদ যুক্তরাজ্যের এক সভা ( ভার্চুয়াল ) গতকাল ৩০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত হয়। এবছর লন্ডনে একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পরিষদের অন্যতম সদস্য সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশিদ। সভায় উপস্থিত ছিলেন আবেদ আলী আবিদ, আবু মুসা হাসান, নিসার আহমদ, জামাল আহমদ খান, গোপাল দাস, জুবের আকতার সোহেল, শাহরিয়ার বিন আলী, ইফতেখারুল হক পপলু প্রমুখ।
সভায় এবছর লন্ডনের আলতাব আলী পার্কে একুশের প্রভাতফেরী আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা থেকে বিগত সাত বছরের ধারাবাহিকতায় এবারও লন্ডনের আলতাব আলী পার্কে ২৫ ফেব্রুয়ারি শনিবার শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণে প্রভাতফেরী ও শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ বছরের প্রভাতফেরি ও শিশু কিশোর সমাবেশ আয়োজনের জন্য প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। প্রস্তুতি পরিষদের আহ্বায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন এবং সদস্য সচিব হিসেবে জামাল আহমদ খান কে নির্বাচিত করা হয়। পরিষদে বিলেতে ক্রিয়াশীল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সভা থেকে বিলেতের বাংলাদেশী নতুন প্রজন্মসহ অপরাপর ভাষাভাষী মানুষের মাঝে একুশের গৌরবোজ্জ্বল ইতিহাস ছড়িয়ে দেয়ার লক্ষ্যে প্রভাতফেরীতে সবার অংশগ্রহণ প্রত্যাশা করা হয়েছে।

You might also like