আর্ট প্যাভিলিয়নে চলছে ‘কালারস্ অব বাংলাদেশ’ চিত্র প্রদর্শনী,রোববার শেষ দিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটস্: টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী বাংলা নাট্যোৎসব এ সিজন অব বাংলা ড্রামা’র অংশ হিসেবে মাইল এন্ড পার্কে অবস্থিত দ্য আর্ট প্যাভিলিয়নে (Clinton Road, Mile End Park, E3 4QY) “কালারস্ অব বাংলাদেশ” (বাংলাদেশের রঙ) শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে ২০ নভেম্বর, যা চলবে ১ ডিসেম্বর রোববার পর্যন্ত।

প্রথমবারের মতো, অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টস (অবিন্তা কবির ফাউন্ডেশনের প্রকল্প) লন্ডনের দর্শকদের কাছে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতি প্রদর্শনের জন্য বিশিষ্ট এবং পুরস্কারপ্রাপ্তদের একটি দল নিয়ে লন্ডনে এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে।প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এর দরজা খোলা থাকবে সর্বসাধারণের জন্য।অবিন্তা গ্যালারি অফ ফাইন আর্টসের চেয়ারপারসন মিসেস নিলু রওশন মোর্শেদ এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উন্নীত করার লক্ষ্যে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করার উদ্যোগ গ্রহণ করেন। প্রদর্শনীতে বাংলাদেশের কিংবদন্তি ও স্বনামধন্য শিল্পীদের উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পীরা হচ্ছেনঃ মনিরুল ইসলাম, রফিকুন নবী, মুহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, কনক চাঁপা চাকমা, আনিসুজ্জামান এবং জহুরা সুলতানা।প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলি বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে চিত্রিত করছে।প্রদর্শনীর সময়কালে দ্য আর্ট প্যাভিলিয়নের প্রাঙ্গণে একটি একদিনের আর্ট ওয়ার্কশপ এবং আর্ট—টক ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হচ্ছে স্থানীয় শিল্পী এবং শিল্প উৎসাহীদের মধ্যে ধারণা সংগ্রহ এবং শিল্প গঠন সম্পর্কিত জ্ঞান বিনিময় করার জন্য একটি সংযোগের সুযোগ স্থাপন।

You might also like