কলারোয়ায় স্বামী-স্ত্রীর ‘ভোটযুদ্ধ’

নিউজ ডেস্ক
সত্যবাণী

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তারা। যাচাই-বাছাই শেষে উভয়ের মনোনয়ন বৈধতা পেয়েছে।কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তারুল ইসলাম ছিলেন কলারোয়া পৌরসভার সাবেক মেয়র। তার স্ত্রী নাসরিন সুলতানাও স্বতস্ত্রপ্রার্থী হিসেবে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নাসরিন সুলতানা বলেন, ‘মামলা থাকায় স্বামীর প্রার্থিতা বাতিল হতে পারে এজন্য মনোনয়ন জমা দিয়েছিলাম। তবে উভয়ের প্রার্থিতা বৈধ হয়েছে। আমার নির্বাচন করার ইচ্ছা নেই। তবুও শেষ পর্যন্ত মাঠে থাকব।সাবেক মেয়র আক্তারুল ইসলাম জানান, উভয়ের প্রার্থিতাই বৈধ পেয়েছে। প্রয়োজন হলে তারা উভয়ই নির্বাচনে অংশগ্রহণ করবেন।এদিকে, স্বামী-স্ত্রী মেয়র পদে নির্বাচনে অংশ নেয়ায় ভোটারদের মাঝে নানা কৌতূহল দেখা দিয়েছে। বিভিন্নস্থানে চলছে জল্পনা-কল্পনা।রোববার (১০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই কালই জানা যাবে, স্বামী-স্ত্রীর মধ্যে কে থাকছেন পৌরসভার মেয়র পদে নির্বাচনে আর কে প্রত্যাহার করবেন মনোনয়ন। নাকি একই পদে দুজনই লড়বেন।

You might also like