কাব্যপ্রেমি এবং সৃজনশীল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ফয়েজুর রহমান ফয়েজের কাব্যগ্রন্থের প্রকাশনা

সাহিত্য ডেস্ক
সত্যবাণী

লন্ডন, ১২ ডিসেম্বর: কবি ফয়েজুর রহমান ফয়েজের কাব্যগ্রন্থ ‘অধীর অপেক্ষা তবু’ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গত ডিসেম্বর।

পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে হলভর্তি দর্শকদের উপস্থিতিতে পাঠ উন্মোচনের এই আয়োজনটি করে প্রকাশনা উৎসব কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি হাই কমিশনার হযরত আলী খান। প্রকাশনা কমিটির আহবায়ক তরাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সমন্বয়ক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিন, মানবাধিকার নেতা আবদুল আহাদ চৌধুরী ও যুবনেতা সেলিম আহমদ খান

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সাহিত্যিক হামিদ মোহাম্মদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা কমিটির সদস্য সচিব ফারুক মিয়া। কবিতার জগতে ফয়েজুর রহমান ফয়েজের পথচলা নিয়ে বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের বার্তা প্রধান সাঈম চৌধুরী। কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন সালাউদ্দিন শাহীন, শাহাব আহমেদ বাচ্চু ও পলিন মাঝি। সভায় প্রধান অতিথি ডেপুটি হাইকমিশার হজরত আলী খান বলেন, আবেগ যখন ভাবনা খুঁজে পায় আর ভাবনা যখন খুঁজে পায় শব্দ, তখন জন্ম নেয় কবিতা। ফয়েজুর রহমান ফয়েজের কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এই বিপুল অংশগ্রহণ বাঙালির কাব্যপ্রেমেরই নির্দশন বলেও মন্তব্য করেন। অন্যদিকে সুলতান মাহমুদ শরীফ ফয়েজের কাব্যগ্রন্থ বিলেতে কাব্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে উল্লেখ করে প্রবাসে নিয়মিত সাহিত্য আসর আয়োজনের উপর জোর দেন। মূল প্রবন্ধ ছাড়াও কবি হামিদ মোহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, লিটল ম্যাগ আন্দোলনের মাধ্যমে কবি ফয়জুর রহমান ফয়েজের কবি হয়ে ওঠা। তিনি মনোজ নামক লিটলম্যাগ সম্পাদনা করেন আরো সম্পাদনা করেছেন ঝংকার, স্পন্দন, কৈরবী সাঁকো দায়িত্ব পালন করেছেন লিটল ম্যাগ আন্দোলনের সংগঠন অনুপ্রাসের সাধারন সম্পাদক হিসাবে বিশ্বের যত জ্ঞানী ও গুণী নতুন চিন্তা নিয়ে কথা বলতে চেয়েছেন, প্রাতিষ্ঠানিক কোনো পত্রিকা বা গণমাধ্যম তা ছাপেনি।  জন্য নতুন চিন্তার জগতের বিকাশের জন্য লিটল ম্যাগের ইতিহাস নতুন সৃজনশীল সাহিত্যের জন্ম দিয়েছে এবং সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেঅধীর অপেক্ষা তবুগ্রন্থে মানবিকস্বপ্নময় সমাজ গড়ার অপেক্ষার কথাই প্রতিটি কবিতায় উজ্জ্বল হয়ে আছে

কথা সাহিত্যিক সাঈম চৌধুরী আবহমান বাংলার প্রবাদ প্রবচন উদ্বৃত করে বলেন, কবিরা নিয়তই সৃষ্টি করে চলেন, সৃষ্টির বাইরে তারা নন। কবি ফয়েজরকমই একজন সৃজনশীল কবি, তারঅধীর অপেক্ষা তবুকাব্যগ্রন্থ এ বার্তা দেয়।

সভায় আরো বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা মশিউর রহমান মশনু, জামাল আহমদ খান, রহমত আলী, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, নাজমুল ইসলাম, বদরুজ্জামান চৌধুরী, এম এ হান্নান, সৈয়দ হাবিবুর রহমান, জুবায়ের আহমদ, বাবুল খান, শেখ আনসার উদ্দিন, সাইদুল আলম চৌধুরী, সুলতানা রহমান, আবুল খান ফাতেমা হক মুক্তা, আহাদ চৌধুরী বাবু, কবি আহমদ ময়েজ, কবি মাশুক ইবনে আনিস কবি মুজিবুল হক মনি।

কমিউনিটি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, শাহেদ রাহমান, আলাউর রহমান শাহিন,আব্দুল বাশির, সৈয়দ সামী, আব্দুল মোহাইমিন উনু, আনোয়ারুল হক শাহীন, আহমেদ কবির সুইট, সালেহ আহমদ, কামরুল ইসলাম, মসহুদ আলী, মুহিত মিয়া, আবুল হাসনাত খান, মামদুদুল হক মারুফ, জামানুর রহমান, মাসুদ আলম, আশরাফুল হুদা বাবুল, সুলতান আহমেদ ও মাসুদ আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে কবি প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উতসব কমিটির নেতৃবৃন্দ এতে কবির পরিচিতি হামিদ মোহাম্মদের লেখা মূল প্রবন্ধ মুদ্রিত সুশোভন একটি সুভেনীর বিতরণ করা হয় অনুষ্ঠানে অতিথিসহ উপস্থিত সুধীজনকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

You might also like