ছেলের পর একই বাসায় আগুনে সাংবাদিক নান্নুর মর্মান্তিক মৃত্যু!

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু আর নেই।শনিবার (১৩ জুন) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি… রাজিউন)। আগুনে তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আফতাব নগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর নিজ বাসায় হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন নেভানো হলেও শেষ রক্ষা হয়নি। ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনে কোথাও হয়তো লিকেজ ছিল। রাতে দিয়াশলাই কাঠি জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে নান্নু দ্বগ্ধ হন।আগুনে দগ্ধ ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক নান্নুকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হস্তান্তর করা হয়।তার স্ত্রী শাহীনা আহমেদ পল্লবী জানান, ঘরে গ্যাসের গন্ধ পাওয়া যেত। গ্যাস লাইনের লিকেজ থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।এ ঘটনার ছয় মাস আগে ২ জানুয়ারি ভোর ৪টার দিকে ওই বাসায় এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নান্নু-পল্লবী দম্পতির একমাত্র সন্তান স্বপ্নীল আহমেদ পিয়াস (২৪) প্রাণ হারান।সে সময় ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন নান্নু।

You might also like