জমকালো আয়োজনে উদযাপন: ৮ম বছরে ঢাকা প্রতিদিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমকালো আয়োজনে নতুন দিনের দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ অফিসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ড. এএফএম মাসুম রাব্বানী। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিটি এডিটর মধুসূদন মন্ডল। জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মঈনুল আলম। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল সকাল থেকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ঢাকা প্রতিদিন কার্যালয়ে আসেন বিভিন্ন স্তরের মানুষ। এরমধ্যে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফজলুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। আরটিভির বার্তা সম্পাদক ও ডিইউজের সাবেক নেতা আক্তার হোসেন, বাসসের উপ-প্রধান প্রতিবেদক ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, সিনিয়র সাংবাদিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর কিরন, কারওয়ান বাজার প্রগতি সংঘের সাধারণ সম্পাদক শাহ ফরিদ প্রমুখ। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও ও সুধীজনেরা ঢাকা প্রতিদিন এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারা বলেন, অন্য দশটি পত্রিকার ভিড়ে ঢাকা প্রতিদিন যেন নিজস্ব স্বকীয়তা বজায় রাখে। এই পত্রিকাটি বরাবরই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। তারা ঢাকা প্রতিদিন এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়াও সারাদেশে বিপুল উৎসাহ উদ্দীপনায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দিনের দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ নিয়ে ঢাকা প্রতিদিনের বিভাগীয় ব্যুরো প্রধান এবং জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-বরিশাল ব্যুরো প্রধান জানান, উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে বরিশালে জাতীয় দৈনিক ‘ঢাকা প্রতিদিন’ পত্রিকার সাফল্যের সপ্তম বছর পেরিয়ে ৮ম বছরে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারস্থ ঢাকা প্রতিদিন- এর কার্যালয়ে বরিশাল ব্যুরো মাহফুজ ইসলাম সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ: রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সহ-সভাপতি ও সম্পাদক ফোরাম বরিশাল বিভাগ এর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সম্পাদক ফোরাম বরিশাল বিভাগ এর সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক বরিশাল সমাচার পত্রিকার সম্পাদক আলহাজ্ব কে এম তারেকুল আলম অপু, বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রকৌশলী মো. আমির হোসেন। সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন রিপোর্টার্স ইউনিটের সাবেক সহ-সভাপতি মো. কামরুল হাসান, দৈনিক বরিশাল সমাচার পত্রিকার বার্তা সম্পাদক মনবীর সোহান। আলোচনা সভার পরে দোয়া মোনাজাত শেষে কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার মঙ্গল কামনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ এনএনসি জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থার বরিশাল জেলার সভাপতি বশির আহমেদ ঝুনু, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এম মনির হোসেন, দৈনিক অপরাধ তালাশ-এর বরিশাল ব্যুরো প্রধান খান আরিফ, তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আল-আমীন গাজী, বরিশাল সমাচার পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক আবদুল হালিম, সংবাদ প্রকাশ এর বরিশাল বিভাগীয় প্রতিনিধি শহিদুল ইসলাম,দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার বার্তা সম্পাদক ইমরান হোসেন,বরিশাল সমাচার পত্রিকার রিপোর্টার মো. খাইরুল ইসলাম নোমান, দৈনিক ভোরের অঙ্গীকার এর রিপোর্টার সাকিল সিকদার, সেন্ট্রাল হাসপাতালের প্রতিষ্ঠাতা তানজিল রনি, দৈনিক ঢাকা প্রতিদিন’র বরিশাল অফিসের ষ্টাফ রিপোর্টার ও লাইভ টিভির সিনিয়র উপদেষ্টা এনামুল হক খান, বাংলাদেশ টেলিভিশনের ডাটা এন্ট্রি অপরাটার বরিশাল অফিস ও নিউজ জি২৪.কম এর বরিশাল ব্যুরো প্রধান এস এল টি তুহিন, বিডি ক্রাই ডট নেট এর ব্যবস্থাপনা সম্পাদক রিপন রানা, ঢাকা প্রতিদিন-এর রির্পোটার সাদ্দাম মল্লিকসহ কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে ঢাকা প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা সদর রোডস্থ ঢাকা প্রতিদিনের অফিসে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেনÑ জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক ও আলোকিত বাংলাদেশ’র জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, অনলাইন নিউজ পোর্টাল জাগ্রতবাংলার প্রকাশক ও সম্পাদক সুমন ঘোষ, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা টিভির কালিহাতী প্রতিনিধি দাশ পবিত্র, আমার সংবাদের জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, আলোকিত প্রতিদিনের জেলা প্রতিনিধি সবুজ সরকার ও বাংলা ৭১ পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজ আল মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের ইষ্টিকুটুম হোটেলের হলরুমে ঢাকা প্রতিদিন-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পল্লী স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিচালক শহিদুল ইসলাম শিমুল, কুড়িগ্রাম জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বাবুল, দৈনিক বগুড়া জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম। এ সময় প্রধান অতিথি সাবেক পৌর মেয়র আব্দুল জলিল কেক কেটে আনুষ্ঠানিক ভাবে ঢাকা প্রতিদিন-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতায় ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিকদের বিশেষ ভূমিকা নিয়ে প্রশংসা করেন।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার অষ্টম বর্ষে পদার্পন উপলক্ষে মাদারীপুর জেলার কালকিনিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে দৈনিক ঢাকা প্রতিদিনের কালকিনি প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন ফকির লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক যুগান্তর-একাত্তর টিভির সাংবাদিক এইচ এম মিলন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি কাইউম মুন্সি, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, দফতর সম্পাদক রকিবুজ্জামান, প্রচার সম্পাদক সৈয়দ শামীম, কার্যকারী সদস্য আলমাছ বেপারী, ইব্রাহিম সবুজ ও সদস্য তারিকুল ইসলাম সুজন প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের শ্রীনগরে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীনগর উপজেলা প্রেসক্লাবে মিলনায়তনে ঢাকা প্রতিদিনের শ্রীনগর প্রতিনিধি এমএ কাইয়ুম মাইজভান্ডারির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগীতায় আলোচনা সভার পরে দোয়া মোনাজাত শেষে কেক কাটার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার মঙ্গল কামনা করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন ও পরিবেশ বিষয়ক কর্মকর্তা সেলিম খান। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির লস্কর, আজকের পত্রিকার শ্রীনগর উপজেলা প্রতিনিধি এইচ আই লিংকন। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সদস্য সালাউদ্দিন রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক আলামিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জনি প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, জনপ্রিয় জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ৮ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি অমিত হাসান আবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑ উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, দৈনিক যায়যায়দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম, দৈনিক ইত্তেফাকের আখাউড়া প্রতিনিধি ফজলে রাব্বি, দৈনিক দেশ রুপান্তরের আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুন, দৈনিক আজকালের খবরের আখাউড়া প্রতিনিধি মো. জুয়েল মিয়া, দৈনিক বাংলাদেশ বুলেটিনের আখাউড়া প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক আমাদের নতুন সময়ের আখাউড়া প্রতিনিধি হাসান মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের বাংলার আখাউড়া প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক ভোরের দর্পণের আখাউড়া প্রতিনিধি জুনায়েদ হুসেন পলক, দৈনিক বাংলাদেশের আলোর আখাউড়া প্রতিনিধি শাহাব উদ্দিন রিফাত প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা প্রতিদিনের আখাউড়া প্রতিনিধি আল আমিন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে ঢাকা প্রতিদিন দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে।এই পত্রিকায় দেশের বিভিন্ন ঘটনা তাৎক্ষনিকভাবে জানা যায়। সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনে বেশ সুনাম অর্জন করেছে ঢাকা প্রতিদিন। প্রতিষ্ঠানটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে অবদান রাখার প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে মিষ্টি বিতরণ করেন।

You might also like