জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শামীম মাশরেকী ইন্তেকাল করেছেন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ  জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক কর্মকর্তা ও ডিস্ট্রিকনিউজ২৪-এর উপদেষ্টা সম্পাদক মোঃ শামীম মাশরেকী ইন্তেকাল করেছেন (ইন্না . . . . রাজিউন)।আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলম আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শামীম মাশরেকী ট্রেনযোগে ঈশ্বরগঞ্জ থেকে ঢাকা আসছিলেন। এসময় ট্রেনেই তার হার্টঅ্যাটাক হয়। জিআরপি পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য মোঃ শামীম মাশরেকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

You might also like