টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লজ্জার রেকর্ড ভাঙার মিশনে অ্যান্টিগা টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে নর্থ সাউন্ডের ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। সেখানে আজ বাংলাদেশের হয়ে টস করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।শুক্রবার (২২ নভেম্বর) স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে এই সিরিজে নেই। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। শান্তর মতো চোটের কারণে মুশফিকুর রহিমও দলের সঙ্গে নেই। তাই অপেক্ষাকৃত অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ নিয়েই ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।অভিজ্ঞ মুমিনুল হক, লিটন দাসদের তাই বাড়তি দায়িত্ব নিতে হবে এই সিরিজে। প্রথম টেস্টের একাদশে তিন পেসার ও এক স্পিনার রেখেছে রেখেছে টিম ম্যানেজমেন্ট। পেস বিভাগে তাসকিন-শরিফুলের সঙ্গী হয়েছেন হাসান মাহমুদ। আর স্পিন বিভাগে অধিনায়ক মিরাজের সঙ্গে হাত ঘোরাবেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুইস, অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ, জেডেন সিলস।

You might also like