টাওয়ার হ্যামলেটসে ডাস্টবিন কালেকশন শুরু হয়েছে আবার

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্‌সঃ করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে কর্মী-স্বল্পতার প্রেক্ষিতে সাময়িকভাবে স্থগিত রাখা পরিত্যক্ত খাবার-দাবার ও গার্ডেনের আবর্জনা অপসারণ কার্যক্রম ২৭ এপ্রিল সোমবার থেকে আবার শুরু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

শুধুমাত্র পূণঃব্যবহার উপযোগী গার্ডেন ব্যাগে রাখা বাগানের ঘাস বা ঢালপালাই অপসারণ করা হবে বলে কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলা এবং বারার সবচেয়ে অসহায় বাসিন্দাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার পাশাপাশি অত্যাবশকীয় সার্ভিসগুলো চালু রাখার ক্ষেত্রে অন্যান্য সংস্থার মতো টাওয়ার হ্যামলেটস কাউন্সিলও অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,খাবার দাবার পরিত্যক্ত হওয়ার হার যতটুকু সম্ভব কমিয়ে আনার মাধ্যমে এবং গার্ডেন বা বাগানের আবর্জনাকে নিজের ঘরেই কম্পোস্ট সারে পরিণত করার মাধ্যমে আপনি যেমন আমাদের সামর্থ্যরে ওপর থেকে চাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারেন।এব্যাপারে ব্যবহারিক টিপস পাবেন লাভ ফুড হেইট ওয়্যেস্ট এবং রিসাইকল নাও ওয়েবসাইটে।ফুড ওয়্যেস্ট ও গার্ডেন ওয়্যেস্ট কালেকশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কাউন্সিলের ওয়েবসাইটি www.towerhamlets.gov.uk ভিজিট করতে অনুরোধ হয়েছে।

You might also like