ড. ইউনুসের বক্তব্যে যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাদের ক্ষোভ ও নিন্দা

সংবাদ বিজ্ঞপ্তি ডেস্ক
সত্যবাণী

লন্ডন: ড. ইউনুসের ‘রিসেট বাটন’ ব্যাখ্যায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন যুক্তরাজ্যে বসবাসরত ৭১ এর বীর মুক্তিযোদ্ধারা। বুধবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ নিন্দাবার্তায় মুক্তিযোদ্ধা সর্বজনাব আফতাব উদ্দিন নাসির, দেওয়ান গৌস সুলতান, ইনামুল হক, ফয়জুর রহমান খান ও মিফতাহুল ইসলাম বলেন,

‘আমরা যুক্তরাজ্যে বসবাসরত মুক্তিযোদ্ধাবৃন্দ গভীর উদ্বেগের সাথে অধ্যাপক ইউনুসের ‘রিসেট বাটন’ ব্যাখ্যা শুনলাম। এক চাপে নাকি অতীত সব নিশ্চিহ্ন হয়ে গেছে। তার এ বক্তব্য মহান মুক্তিযুদ্ধ, ত্রিশ লক্ষ শহীদের রক্তদান, তিন লক্ষাধিক মা-বোনের সম্ভ্রম বিপর্যয়, জাতির পিতা বঙ্গবন্ধুর উৎসর্গকৃত জীবন তথা সমগ্র বাঙ্গালী জাতির গৌরব ও ইতিহাসের প্রতি অবমাননাকর। আমরা নিম্নোক্ত মুক্তিযোদ্ধাবৃন্দ তার এ ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতি ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি বেআইনি অসাংবিধানিক তথাকথিত প্রধান উপদেষ্টা যদি অতীত ভুলতেই চান তাহলে প্রথমেই ডক্টর-অধ্যাপক সহ তার যত পরিচয় আছে সেগুলো আনুষ্ঠানিক ভাবে বর্জন করা উচিৎ। মুক্তিযুদ্ধের সময় তিনি বয়সে যুবক – আমরা জানতে চাই মুক্তিযুদ্ধে তার ভূমিকা কি ছিল। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অহংকার। এ অহংকারকে খাটো করে দেয়া তার এ রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।

 

 

 

You might also like