দুই ডাক্তারের নামে ছেলের নাম রাখলেন বরিস জনসন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার বান্ধবী ক্যারি সিমন্ড তাদের ছেলের নাম রেখেছেন উইলফ্রেড লাওরি নিকোলাস জনসন। শনিবার এই ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।বুধবার শিশুটির জন্ম হয়। গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে যে দুই চিকিৎসক ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিকিৎসা করেন তাদের শ্রদ্ধা জানাতে ছেলের নামে নিকোলাস যুক্ত করা হয়েছে।শনিবার ইন্সটাগ্রামে ক্যারি সিমন্ডস লিখেছেন, উইলফ্রেড হলো বরিসের দাদার নাম, লাওরি আমার দাদার নাম এবং নিকোলাস হলো ডা. নিক প্রাইস ও ডা. নিক হার্টের নাম থেকে নেওয়া। এই দুই চিকিৎসক গত মাসে বরিসের জীবন বাঁচিয়েছেন।ক্যারি আরও লিখেছেন, এনএইচএস’র অসাধারণ প্রসূতি দলকেও আন্তরিক ধন্যবাদ। তারা আমার খুব যত্ন নিয়েছেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতি জানান, তারা বিয়ে করতে যাচ্ছেন। মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার রাষ্ট্রীয় কাজে যোগ দিয়েছেন। এপ্রিলের শুরুতে তিনি তিন রাত আইসিউতে ছিলেন। পরে তার অবস্থার উন্নতি হয়। এর আগে ক্যারিও টুইটারে জানিয়েছিলেন, তারও করোনার উপসর্গ দেখা দিয়েছে।রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে দেওয়া সাক্ষাৎকারে এক করোনাজয়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন জানান, আইসিউতে থাকাকালীন তার শারীরিক অবস্থা অনেক বেশি সংকটাপন্ন ছিল। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তিনি। তাকে বাঁচাতে লিটারের পর লিটার অক্সিজেন দিতে হয়েছে। এমনকি যেকোনও ‘আকস্মিক ঘটনা’র জন্য প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছিল।অসাধারণ সেবার জন্য লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের চিকিৎসাকর্মীদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

You might also like