দুর্নীতিবাজ ও অতি মুনাফাকারীদের দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন মানববন্ধনে ন্যাপ নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ  চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম বাড়ানো বন্ধ করা, চট্টগ্রাম ও জয়পুরহাটের মতো সারাদেশে ন্যূনতম ১৫০ গ্রাম মাংস ও মাছের টুকরো বিক্রির ব্যবস্থা চালু করার দাবিতে আজ বিকেল ৩টায় শাহবাগ চত্বরে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মানববন্ধন করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ সভাপতি এডভোকেট এনামুল হক, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পরিতোষ দেবনাথ, সভাপতিমন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মামুন, অ্যাডভোকেট এম এ মালেক প্রমুখ।মানববন্ধনে ন্যাপ নেতৃবৃন্দ বলেন, নিম্ন আয়ের মানুষ ও সাধারণ মানুষের আয় না বাড়লেও তাদের জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। গরিব মানুষ কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করছে। বক্তাগণ দেশের গরিব ও সাধারণ মানুষকে বাঁচাতে, ঘুষ, দুর্নীতি, লুটেরা, অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও অতি মুনাফাখোরদের শক্ত হাতে দমন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবি জানান।

You might also like