দৃশ্যত তোমার হৃদয়

  ময়নূর রহমান বাবুল

আমি দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকত

মাইলের পর মাইল বিছানো নোনা বালি
হাটতে হাটতে হাটতে, পথ হয়না শেষ,
দেখতে দেখতে দেখতে, দেখা হয়না অবসান।

আমি দেখেছি সুন্দরবন, অনন্ত বৃক্ষরাজি
পা ফেলে পা তুলে, চলতে চলতে চলতে
চলা শেষ হয়না যে বনভূমির বুকচিরে-
শালবন, সুন্দরী গজারী মাথা উঁচুকরে দাঁড়িয়ে
সীমানা পেরিয়েও অনন্ত সবুজের সমারোহ
কারযেন গুন গায় ! হাজার অযুত বছর ধরে

আমি দেখেছি প্রশান্ত মহাসাগর
দিগন্তজোড়া নীল জল আর ঢেউ
দেখেছি সাহারার অথৈ বালিরাশি
প্রশস্থ বুক, আর বালির বহর-

আমি দেখেছি আকাশ, অনন্ত আকাশ
সীমাহীন মহাকাশ, হিমালয় দেখেছি,
শির উঁচুকরা আকাশ ছোঁয়া মাথা যার

আমি দেখেছি বাতাসের শক্তি
মাটির সহনশীলতা দেখতে দেখতে
কেটেছে আমার বাল্য শৈশব কৈশোর যৌবন

আমি দেখেছি তোমাকে বঙ্গবন্ধু, হে জাতির জনক
তোমার হিমালয় ডিঙ্গানো শির
তোমার সাহারার মত বুক
সাগরের মতো হৃদয়, আকাশের মতো মন
বাতাসের মতো শক্তি ও সাহস
পানির মতো সহজ সরলতা …

আমি শোনেছি তোমার উদাত্ত্ব আহ্বান
‘তোমাদের যার যা কিছু আছে
তা ই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে’

আমি শোনেছি তোমার সাহসী ঘোষনা
‘এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

দৃশ্যত: তোমার হৃদয়, মহান নেতা
বিশ্ব নেতার মতো
তবু তুমি বঙ্গবন্ধু, বাঙালী জাতির পিতা।
***

You might also like