দেহরক্ষীর করোনা শনাক্ত, আইসোলেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি’র গানম্যান রেজাউল করিম। যে কারণে ক্রীড়া প্রতিমন্ত্রী এখন কোয়ারেন্টিনে আছেন।সোমবার (১ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, ‘মন্ত্রীর গানম্যান পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করিম করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার অবস্থা ভালো। ডাক্তারের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। আজই তার রেজাল্ট পজিটিভ এসেছে। সে কারণে মন্ত্রীর সঙ্গে আমরা যারা সার্বক্ষণিক থাকি তারা সবাই কোয়ারেন্টাইনে আছি। মন্ত্রী নিজেও কোয়ারেন্টিনে আছেন। কারণ, গানম্যান সব সময় তার সঙ্গেই থাকেন।দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। মন্ত্রণালয়ের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। মন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করিমও।

You might also like