নারী নেত্রী রাখী দাশ পুরকায়স্থকে স্মরণ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ নারী নেত্রী অ্যাডভোকেট রাখী দাশ পুরকায়স্থকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন তার সুহৃদ ও সহযোদ্ধারা।শনিবার রাখী দাশের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভায় বক্তারা বলেছেন, রাখী দাশ পুরকায়স্থ ছিলেন দেশপ্রেমিক, দক্ষ সংগঠক। টেকসই নারী আন্দোলন গড়ে তুলতে ছিলেন আপোষহীন। যা নতুন প্রজন্মের জন্য প্রেরণা।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সভাপতিত্বে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপ-পরিচালক শাহনাজ সুমির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাখী দাশ পুরকায়স্থের জীবনসঙ্গী ও প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সাম্পাদক সীমা মোসলেম, বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সভানেত্রী চৈতালী ত্রিপুরা।বিশিষ্ট সঙ্গীত শিল্পী জান্নাত-এ-ফেরদৌসী লাকীর পরিবেশিত গানের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় জীবন বৃত্তান্ত পাঠ করেন আবৃত্তিকার রূপশ্রী চক্রবর্তী। সভায় যুক্ত ছিলেন রাখী দাশ পুরকায়স্থের বোনের কন্যা দেবারতি ভৌমিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরীণ কণা, সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট তবারক হুসাইন প্রমুখ।

You might also like