নোয়াখালীর সোনাপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী কলিমুল্লাহ বাহিনীর নারকীয় তাণ্ডব
নিউজ ডেস্ক
সত্যবাণী
নোয়াখালী: নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ৮ নং সোনাপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী কলিম কলিমুল্লাহ-ওমর ফারুক বাহিনীর নারকীয় তাণ্ডবে ভীতসন্ত্রস্ত ও দিশেহারা এলাকাবাসী। সামাজিক বিচার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো রকম তোয়াক্কা না করে তারা নির্বিঘ্নে তাদের সন্ত্রসাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ৮ নং সোনাপুর ইউনিয়নের এবাদত উল্ল্যাহ সওদাগরের বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিগত ৭ ফেব্রুয়ারী ২৫ ইং তারিখে আব্দুর রব, আব্দুল হক কবিরুল ইসলামসহ অনেকেই সন্ত্রাসী হামলার শিকার হন। উক্ত সন্ত্রসী হামলার মূল ইন্দনদাতা ছিলেন সোনাপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী খুনী কলিমুল্লাহ, ওমর ফারুক, বেলাল, যোবায়ের, প্রবাসী ইমরান, শাহ আলম প্রমুখ।শীর্ষ সন্ত্রাসী কলিম উল্ল্যাহ ও ওমর ফারুকের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও হত্যা মামলা রয়েছে। উল্লিখিত ৭ ফেব্রুয়ারির ঘটনায় এলাকার বিচার-শালিসগণ কলিম উল্ল্যাহ ও ওমর ফারুকে ডাকলেও তারা ন্যুনতম সাড়া দেয় নি।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কলিম উল্ল্যাহ ও ওমর ফারুক অত্র অঞ্চলে এতটাই প্রভাবশালী যে, তারা কোনো সামাজিক বিচার-শালিসকে কখনো তোয়াক্কাই করে না।শুধু তাই নয়, তারা নিকটস্থ থানা প্রশাসনকেও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দিনের পর দিন তাদের সন্ত্রাসী মিশন চালিয়ে যাচ্ছে। বেশিরভাগ সময়ই তারা নিজস্ব বাহিনী দিয়ে টার্গেটকৃত বাড়ি-ঘরে রাতের বেলায় হামলা চালায়। ক্ষেত্র বিশেষে তারা অন্যদের ওপর এসব হামলার দায় চাপিয়ে এলাকায় সামাজিকভাবে ব্যাপক বিভক্তি-বিশৃঙ্খলা ও ঝগড়া-বিবাদ লাগিয়ে রেখে নির্বিবাদে নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায়।ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে আকুল আবেদন, এই নৃশংস খুনী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীর জান-মাল রক্ষায় এগিয়ে আসুন।